ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারকে জীবন-জীবিকার ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের জন্য দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি হলো, হাদির পরিবারের জন্য এক কোটি টাকা মন্ত্রিপরিষদ বিভাগ ও ফাইন্যান্স মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, যা তাদের ফ্ল্যাট বা বাড়ির জন্য ব্যয় হবে।
তিনি আরও বলেন, আমরা আলাদাভাবে আরও এক কোটি টাকা দেব। এটি প্রধান উপদেষ্টার ফান্ড থেকে দেওয়া হবে এবং জীবন ও জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করা হবে।
গতকাল মঙ্গলবার ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান দেয় সরকার।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ওসমান হাদির বড়ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম 'ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এমআর/টিএ