সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে নামিবিয়া একশও করতে পারলো না। ১৪৫ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ তাদের গুটিয়ে দিয়েছে মাত্র ৬৪ রানে। মেঘরা ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। রাবেয়া ও ফাহিমার শিকার ৩টি করে। তাদের মধ্যে রাবেয়া রান খরচ করেছেন মাত্র ৫ রান, ফাহিমা ১২।
নেপালের কীর্তিপুরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৮০ রানে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নিগার সুলতানাদের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ জয় পায় ৩০ রানে।
গ্রুপপর্বে বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে যাবে তারা। সুপার সিক্সে সেরা চারে থাকতে পারলে মিলবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের টিকিট।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ১৪৪ রান করেছিল ৭ উইকেটে। সোবহানা মোস্তারি ২৭, দিলারা আক্তার ২৫, স্বর্ণা আক্তার ২৩ ও নিগার সুলতানা জ্যোতি ২১ রান করেন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহিপো।
লক্ষ্য তাড়া করতে নামা নামিবিয়া ২০ রানের উদ্বোধনী জুটি গড়লেও রাবেয়া, ফাহিমা ও মেঘলারা তাদের চেপে ধরেন। প্রথম দুটি উইকেটই শিকার করেন রাবেয়া। সর্বোচ্চ ১৯ রান করা সুনে উইটম্যানের উইকেট নেন ফাহিমা। ৪ উইকেটে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪৯। এরপর কেবল উইকেটের মিছিল চলেছে। পরের ১৫ রানের মধ্যে বাংলাদেশ তুলে নেয় বাকি ৬টি উইকেট।
এমআই/টিকে