বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিয়ো’ মুক্তির আগে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ছবির প্রচারপর্বে তিনি বিশেষভাবে উল্লেখ করেন বড়পর্দায় ‘নিষিদ্ধ’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে বাধাবাধকতা বিদ্যমান, তা সমাজের ভণ্ডামির পরিচায়ক।
তিনি বলেন, ওয়েব সিরিজ বা সাধারণ জীবনে মানুষ অনেক সময় ‘নিষিদ্ধ’ শব্দ ব্যবহার করে থাকলেও বড়পর্দায় সেই শব্দ ব্যবহারের জন্য সেন্সর বোর্ড অনেক সময় ছাড়পত্র দেয় না। এর ফলে সিনেমার নির্দিষ্ট কিছু অংশের সংলাপ বা শব্দ বদলানো বা বন্ধ করতে হয়। বিশাল বলেন, “বাস্তব সমাজ থেকেই পর্দায় গল্প তুলে ধরা হয়। সিনেমাই সমাজকে আয়না দেখায়। যদি রাস্তাঘাটে মানুষ কোনো কিছু ভেবে না-ভেবে খারাপ শব্দ ব্যবহার করতে পারে, তা হলে কেন সিনেমাতেও তা দেখানো যাবে না? ছবিতে গার্হস্থ্য হিংসা বা কটূক্তির দৃশ্য দেখালে তা স্বাভাবিকভাবেই সমাজের প্রতিচ্ছবি। এই প্রতিবন্ধকতা শুধু প্রমাণ করে আমাদের সমাজ কতটা ভণ্ড।”
তিনি আরও উদাহরণ দেন প্রবীণ অভিনেত্রী ফরিদা জালালের মাধ্যমে। ‘ও রোমিয়ো’তে শাহিদ কপূরের ঠাকুরমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্রের সংলাপে কিছু ‘নিষিদ্ধ’ শব্দ ব্যবহার করতে হয়েছে। প্রথমে কিছুটা দ্বিধার মধ্যে থাকা পরিচালক ফরিদাকে সব বিষয় জানিয়েছিলেন। ফরিদা জালাল প্রথমে প্রশ্ন তোলেন, তবে পরে চরিত্রের স্বার্থে রাজি হন।
বিশাল আরও বলেন, খারাপ শব্দ যদি সঠিক প্রসঙ্গে ব্যবহার করা হয়, তা কখনও কখনও কবিতার মতোই শোনায়। পরিচালক এবং অভিনেতাদের এই সহযোগিতা এবং সঠিক প্রয়োগের মাধ্যমে চলচ্চিত্রের গল্পকে বাস্তবসম্মত করা সম্ভব হয়েছে। ‘ও রোমিয়ো’ মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।
এমকে/টিএ