আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ঘিরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সঙ্গে মতবিনিময় করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেএমপি কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন ইউরোপীয় ইউনিয়নের ওই প্রতিনিধি দল। এ সময় তারা খুলনা মহানগরীতে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।
মতবিনিময়কালে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা) জানান, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কেএমপি বদ্ধপরিকর। খুলনা মহানগরীর ভোটার ও ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই কেএমপির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করছে কেএমপি।
কেএমপি কমিশনার বলেন, পুলিশের সার্বিক সহযোগিতায় খুলনায় সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছে এবং আসন্ন নির্বাচনকালীন সময়েও এর কোনো ব্যত্যয় ঘটবে না। একইসঙ্গে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলিনা সিমোনা সারবান (লং টার্ম অবজারভার), রিকার্দাস রামোসকা (লং টার্ম অবজারভার) এবং উশা সামিন (অ্যাসিস্ট্যান্ট ইন্টারপ্রিটার)।
কেএন/টিকে