বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেছেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জনগণের সরকার হবে, রাষ্ট্রের মালিক জনগণ হবে এবং বাংলাদেশ একটি জনকল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র হবে।
বিএনপি একটি পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গুণগত পরিবর্তন এনেছে, বেগম খালেদা জিয়া এনেছে এবং আমাদের নেতা তারেক রহমানকে যদি আল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে কামিয়াব করে তাহলে বাংলাদেশকে ওনার বাবার (জিয়াউর রহমান) স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এওজবালীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ্যডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি আ্যডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ ও সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন।
মো. শাহজাহান বলেন, আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে আগামী নির্বাচন অর্থবহ ও শান্তিপূর্ণ করার দায়িত্ব আমাদের সকলের। এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে যারা অভাবগ্রস্ত ও অনগ্রসর নারী তাদের সকলকে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ্যডভোকেট কাজী কবির আহমদ, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সুধারাম থানা বিএনপির সাবেক সহসভাপতি জিএস আসাদুজ্জামান গেদু, সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজবী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সদস্য সচিব আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবুসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ইউটি/টিএ