গত বছরের মার্চ মাসে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন টলিপাড়ার অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। কন্যাসন্তানের জন্মের পর থেকেই ছোট্ট তিষ্যাকে ঘিরে নতুন জীবনের ছন্দে বাঁধা পড়ে অনিন্দিতা ও তাঁর স্বামী সুদীপের সংসার। চলতি বছরের প্রথম দিনেই মেয়েকে প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন এই তারকা দম্পতি। তার আগেই অবশ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কন্যার নাম। এবার এল আরও এক আবেগঘন মুহূর্ত খুদে তিষ্যার জীবনের প্রথম সরস্বতী পুজো।
সরস্বতী পুজো উপলক্ষে মেয়ের আদুরে মুহূর্তের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন অনিন্দিতা। ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে রয়েছে ছোট্ট তিষ্যা। চারপাশে পুজোর আবহ থাকলেও দেবী আরাধনায় বিশেষ মন নেই তার। দুষ্টুমিতেই যেন মগ্ন খুদে। মা আদর করে মাথায় ফুল পরিয়ে দিলেও কিছুক্ষণের মধ্যেই সেই ফুল নেমে আসে তিষ্যার হাতে। ফুল নিয়ে খেলাই বা মুখে পুরে নেওয়াই যেন তার কাছে বেশি আনন্দের।
পুজোর দিনে লাল ও হলুদ রঙের মিষ্টি পোশাকে সাজানো হয়েছিল তিষ্যাকে। হাতে ছোট ছোট চুড়ি, কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে এক ঝলকে দেখলে যেন শিশুরূপে মা সরস্বতীরই প্রতিচ্ছবি। ছবির সঙ্গে অনিন্দিতা লিখেছেন, এই পোশাকটি বানিয়ে দিয়েছেন তিষ্যার গুড্ডি মাসি। প্রথম সরস্বতী পুজোর পোশাক পেয়ে সে যে কতটা আনন্দিত, তা ধরা পড়েছে প্রতিটি মুহূর্তে। মাথার ফুল নিয়ে মায়ের সঙ্গে ছোট্ট লড়াইয়ের কথাও হাসিমুখে তুলে ধরেছেন তিনি। সঙ্গে মেয়ের জন্য বিদ্যা, বুদ্ধি আর আশীর্বাদ কামনা করেছেন দেবী সরস্বতীর কাছে।
এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে ওঠে নেটদুনিয়া। কেউ খুদেকে ছোট্ট সরস্বতী বলে আদর করেছেন, কেউ আবার তার মিষ্টি দুষ্টুমিতে মুগ্ধ হয়েছেন। মুহূর্তের মধ্যেই অনিন্দিতা ও সুদীপের কন্যা তিষ্যা হয়ে ওঠে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
এদিন শুধু তিষ্যাই নয়, সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে টলিপাড়ার আরও কয়েকজন তারকা সন্তান। কোথাও শুভশ্রীর কন্যার হাতেখড়ি, আবার কোথাও অহনার মেয়ের প্রথম সরস্বতী পুজো। ছোটদের জীবনে যেমন তৈরি হচ্ছে নতুন স্মৃতি, তেমনই বড়রাও যেন ফিরে যাচ্ছেন নিজেদের শৈশবের রঙিন দিনে। দেবী আরাধনার সঙ্গে সঙ্গে ভালোবাসা আর স্মৃতির আবেশে এভাবেই সরস্বতী পুজো আরও একবার রাঙিয়ে দিল তারকাসংসার।
পিআর/এসএন