সমাজমাধ্যমে সমালোচনা আর ব্যঙ্গ এখন তারকাজীবনের অঙ্গ হয়ে উঠেছে। সেই তালিকায় এবার নাম জড়াল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের। সম্প্রতি তার অভিনীত দেশাত্মবোধক ছবির একটি গান প্রকাশ্যে আসার পরই শুরু হয় কটাক্ষ। গানটি দর্শকের প্রশংসা পেলেও বরুণের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। অভিযোগ, দুঃখের দৃশ্যেও নাকি অভিনেতার মুখে থাকে বাঁকা হাসি। এই ব্যঙ্গাত্মক মন্তব্য ঘিরে উত্তাল নেটদুনিয়া। তবে এবার আর চুপ থাকলেন না বরুণের ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক করণ জোহর।
ছবিটির গান প্রকাশের পর থেকেই বরুণের অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক তির্যক মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, আবেগঘন দৃশ্যেও বরুণ মুখ বেঁকিয়ে হাসছেন, যা চরিত্রের সঙ্গে মানানসই নয়। এই সমালোচনা এতটাই বাড়ে যে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে বাধ্য হন করণ জোহর।
বরুণের পাশে দাঁড়িয়ে করণ বলেন, একজন শিল্পীর হাসি বা অভিব্যক্তি নিয়ে ব্যঙ্গ করা যে কারও পক্ষে সহজ। কিন্তু ছবি মুক্তির পর যখন প্রেক্ষাগৃহ দর্শকে ভরে উঠবে এবং নিখাদ ভালোবাসা পাওয়া যাবে, তখন সেই শিল্পীই সব কটাক্ষকে হেসে উড়িয়ে দেবেন। কর্ণের মতে, আজকাল যে কেউ যা খুশি বলতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সত্যই নিজের জায়গা করে নেয়।
এর আগেও এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বরুণ নিজে। এক নেটাগরিক তাঁর একটি পোস্টে প্রশ্ন তুলেছিলেন, অভিনয় নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা নিয়ে তিনি কী ভাবছেন। উত্তরে বরুণ লেখেন, এই প্রশ্ন উঠছে বলেই গানটি আরও বেশি আলোচনায় এসেছে এবং মানুষ তা উপভোগ করছেন। সবকিছুকেই তিনি ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিয়েছেন।
বরুণের সমর্থনে কথা বলেছিলেন ছবির প্রযোজকও। তাঁর বক্তব্য ছিল, একজন অভিনেতা দেশাত্মবোধক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, অথচ তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকই শেষ পর্যন্ত এই সব ব্যঙ্গের জবাব দেবেন।
সব মিলিয়ে বরুণের অভিনয়, অভিব্যক্তি আর সমাজমাধ্যমের সমালোচনা ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার স্পষ্টভাবে তাঁর পাশে দাঁড়ালেন করণ জোহর। ছবির মুক্তির পরই যে এই বিতর্কের চূড়ান্ত জবাব মিলবে, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।
পিআর/টিএ