শেয়ার বাজারে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান আদানি গ্রুপ। শুক্রবার (২৩ জানুয়ারি) বাজারের শুরুতেই আদানি এন্টারপ্রাইজসহ গ্রুপের শেয়ারগুলোর দামে ধস নামার ফলে প্রায় ১ দশমিক ৪ লাখ কোটি রুপি বা প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্য কমে যায়।
এই পতনের মূল কারণ বের করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শেয়ার ও সিকিউরিটিজ কমিশন (এসইসি) একটি আইনি পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি একটি মার্কিন আদালতের কাছে আবেদন করেছে যাতে তারা সরাসরি ই-মেইলের মাধ্যমে গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানিকে সমন পাঠাতে পারে-কারণ ভারতীয় সরকারের মাধ্যমে সংবিধানীয়ভাবে নোটিশ পৌঁছাতে বাধা রয়েছে। এই বার্তাটি একটি ঘুষ ও প্রতারণা সম্পর্কিত গৃহীত সিভিল মামলা-র অংশ, যাতে অভিযোগ রয়েছে যে তারা মার্কিনি বিনিয়োগকারীদের প্রতারণা করেছে এবং ঘুষের মাধ্যমে সরকারি সুবিধা নিয়েছে।
এই খবর বাজারে পৌঁছাতেই সূচকে আদানি ইন্টারপ্রাইজেস, আদানি গ্রিন অ্যানার্জি, আদানি অ্যানার্জি সমিউশনস ও আদানি পোর্টস-সহ বহু কোম্পানির শেয়ারে বড় ধরনের ধস নামে। এতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন, ফলে বাজারের মূল্য ব্যাপকভাবে কমে যায়।
তবে গ্রুপটি এই অভিযোগ অস্বীকার করে বলে তারা সব আইনি পথ অবলম্বন করে নিজেদের রক্ষা করবে। বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের আইনি অনিশ্চয়তা শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যতক্ষণ না স্বচ্ছতা আসে।
এসকে/টিকে