বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, তাহলে জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না। আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলে সহ্য করব না। দুর্নীতিকে মাটির নিচে চাপা দেয়ার চেষ্টা করব।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে, এই কার্ড সবুজ ও হলুদ হবে না। আপনারা যদি আমাদের ভালোবাসেন, সমর্থন দিয়ে আমাদের সঙ্গে নেন তাহলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানতের হেফাজত করব, ইনশাআল্লাহ।
চাঁদাবাজদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ভয় পেয়ো না চাঁদাবাজ। আমরা তোমাদের হাতেও সম্মানের রুজির কাজ তুলে দেব, ইনশাআল্লাহ। তোমরাও গর্বের সঙ্গে বাংলাদেশে বসবাস করবে। লোভের বশবর্তী হয়ে হয়তো খারাপ করেছ, তোমরা তওবা করে ভালোভাবে চলবে।
তিনি বলেন, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে না। ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত করা হবে। আদালত ধর্ম, বর্ণ দেখবে না- আদালত দেখবে তিনি ক্ষতিগ্রস্ত কি না। যদি ক্ষতিগ্রস্ত হয় আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আদালত বিচার করার ক্ষেত্রে দেখবে না তিনি প্রেসিডেন্ট বা মন্ত্রী কি না বরং দেখবে তিনি অপরাধ করেছেন কি না।
সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, আপনারা আমাদের দিকে খাড়া দৃষ্টি রাখুন। আপনারা ওয়াচডগ হিসেবে অত্যন্ত তীর্যকভাবে দেখবেন। তবে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। তবে সাদার গায়ে কোনো কালো প্রলেপ লাগাবেন না। কোনো কালোকে গ্রহণ করবেন না। তাহলে দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গায় দেখতে চাচ্ছি।
তিনি বলেন, আমরা দেশকে পারস্পরিক ভালোবাসা ও সম্মানের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। মায়েরা সম্মানের ও মর্যাদার সঙ্গে নিরাপদে ঘরে থাকবেন ও বাইরে চলাচল করবেন। একইভাবে দেশের উন্নয়নের স্বার্থে কর্মক্ষেত্রে তারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাজ করবেন।
এসকে/টিকে