অজিত কুমারের পরবর্তী বড় পর্দার যাত্রা নিয়ে ভক্তদের উত্তেজনা নতুন করে বেড়েছে। তাঁর নতুন ছবি ‘এ কে চৌষট্টি’ নির্মাণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পরিচালক আধিক রবিচন্দ্রনের সঙ্গে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এর আগে তাঁদের যৌথ কাজ ‘গুড ব্যাড আগলি’ বিশ্বজুড়ে বিপুল সাফল্য পেয়েছিল, আয় ছাড়িয়েছিল আড়াই শত কোটি টাকার গণ্ডি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এই জুটি আবার ফিরছে, তবে এবার ভিন্ন স্বাদের গল্প নিয়ে।
পরিচালক আধিক রবিচন্দ্রন জানিয়েছেন, ‘এ কে চৌষট্টি’ ছবিতে থাকবে একাধিক চমক। আগের ছবিতে যেখানে অজিতের তারকাসত্তা ও ব্যাপক দর্শকপ্রিয়তাকে সামনে আনা হয়েছিল, সেখানে নতুন এই ছবির লক্ষ্য আরও বিস্তৃত দর্শকগোষ্ঠী। শিশু ও পরিবারের সব বয়সের দর্শকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ছবির কাহিনি। পারিবারিক আবহে আবেগের ছোঁয়া থাকলেও অজিত কুমারের নিজস্ব ব্যক্তিত্ব ও পর্দার আকর্ষণ অক্ষুণ্ন থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা।
বর্তমানে অজিত কুমার একদিকে যেমন মোটর রেসিংয়ের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন, অন্যদিকে সিনেমার প্রতিও তাঁর দায়িত্ব কম নয়। এই দুই জগতের ভারসাম্যের মাঝেই তৈরি হচ্ছে ‘এ কে চৌষট্টি’। নির্মাতাদের দাবি, ছবিটি হবে শৈল্পিকভাবে সাজানো, আবেগনির্ভর এক বিনোদনমূলক কাজ, যা অজিতের ভক্তদের পাশাপাশি নতুন দর্শকদেরও প্রেক্ষাগৃহে টানবে।
টিজে/টিএ