যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টানা দুই দিন আলোচনা হলেও অগ্রগতি নেই ভূখণ্ড ইস্যুতে। রোববার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকের আগে ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী রুস্তম উমেরভ জানান, যুদ্ধ বন্ধের শর্ত এবং পরবর্তী যৌক্তিক ধাপ নিয়ে সরাসরি আলোচনার লক্ষ্য তাদের।
তবে দুই দিন আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষগুলো। মূলত ভূখণ্ডের মালিকানা প্রশ্নেই অনড় অবস্থানে রয়েছে মস্কো ও কিয়েভ।
রাশিয়ার দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা ও দোনবাস অঞ্চল থাকবে তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে, কোনো অবস্থাতেই ভূখণ্ড ছাড়তে রাজি নয় ইউক্রেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। তবে প্রথম দফার আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় শান্তি উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কেএন/টিকে