পাকিস্তানের লাহোরে একটি হোটেলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার (২৪ জানুয়ারি) লাহোরের গুলবার্গ এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডনের।
নিহতরা হলেন: ইমরান (৩০), শেহরিয়ার (২৫) এবং রিয়াজ (৩০)।
প্রতিবেদনে বলা হয়েছে, ২১তলা ভবনটিতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিতে ২০টিরও বেশি যানবহন মোতায়েন করা হয়।
কেএন/টিকে