বলিউড অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর কাছে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে। তবে তিনিও তা গ্রহণ করেননি। তিনি বলেন, ‘যে জিনিসে আমার বিশ্বাস নেই, তার বিনিময়ে টাকা গ্রহণ করা আমি করি না। আমার শরীর আমার কাছে সবচেয়ে মূল্যবান। এই চেহারার কারণে আজ মানুষ আমাকে চিনে। আমি যদি নিজের শরীরকে সম্মান না দিই, তাহলে কীভাবে চলবে?‘
সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, তাকে তামাক বিজ্ঞাপনের জন্য চার কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল কোম্পানি। যদিও এটি বড় অংকের অর্থ, তবুও নিজের নীতি এবং বিশ্বাসের কারণে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। সুনীল শেঠি বললেন, “হয়তো টাকার প্রয়োজন ছিল, কিন্তু এমন কিছু আমি করব না যা নিজের বিশ্বাসের বিরুদ্ধে।”
এই প্রসঙ্গে বলা যায়, বলিউডে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিয়ে অনেকেই সমালোচনার মুখে পড়েছেন। শাহরুখ খান, অজয় দেবগণ এবং অক্ষয় কুমারের নামও এর আগে আলোচনায় এসেছে। সুনীল শেট্টির এই সিদ্ধান্তকে অনেকে প্রশংসা করেছেন, কারণ ব্যক্তিগত নীতি এবং স্বাস্থ্যকে তিনি সব সময় প্রাধান্য দিয়েছেন।
পিআর/টিকে