বলিউডে দীর্ঘদিন ধরেই শাহিদ কাপুরের স্ত্রী হিসেবেই পরিচিত মীরা রাজপুত কাপুর। সংসার, দুই সন্তানের লালনপালন, নিজের প্রসাধনী সংস্থা ও ফিটনেস ব্যবসা সব সামলে এক আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে, এই পরিচয়ের পরিধি আরও বিস্তৃত হতে চলেছে। বলিউডের অন্দরমহলের খবর, খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখতে পারেন মীরা।
সম্প্রতি জনপ্রিয় পরিচালক ও নৃত্যশিল্পী ফারহা খানের একটি ভ্লগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ফারহা বর্তমানে নিয়মিত ভ্লগ বানান নিজের ইউটিউব চ্যানেলের জন্য। গুরগাঁওয়ের একটি বহুতলের ভার্চুয়াল ট্যুরের সময় সেই ভ্লগে উপস্থিত ছিলেন মীরা রাজপুত। কথোপকথনের মাঝেই ফারহা আচমকা মীরার দিকে তাকিয়ে বলেন, তিনি নাকি পর্দায় নায়িকা হিসেবেও মানানসই। শুধু প্রশংসাতেই থেমে থাকেননি পরিচালক, সরাসরি নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাবও ছুড়ে দেন শাহিদ-পত্নীর দিকে।
এই মন্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। কারণ ফারহা খান মানেই বলিউডের একাধিক সফল ছবির নির্মাতা। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’-এর মতো ছবির পরিচালক দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন। যদিও পরিচালনা থেকে পুরোপুরি সরে যাননি তিনি। ভ্লগের মাধ্যমেই ক্যামেরার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। সম্প্রতি অনুরাগীদের জানিয়েছিলেন, খুব শীঘ্রই আবার ছবির কাজে ফিরতে পারেন।
সেই সম্ভাব্য প্রত্যাবর্তনের ছবিতেই কি মীরা রাজপুতের বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিউডে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মীরা বা শাহিদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে নায়িকা হিসেবে মীরার আত্মপ্রকাশ আদৌ কতটা নিকট ভবিষ্যতের, নাকি দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে তা নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।
পিআর/টিকে