ভারতীয় সংগীতজগতের এক উজ্জ্বল নাম কবিতা কৃষ্ণমূর্তি। আজ তাঁর জন্মদিন। দিল্লিতে জন্ম নেওয়া এই গায়িকা ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন। শাস্ত্রীয় সংগীতের কঠোর তালিমের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও তাঁর হাতেখড়ি খুব অল্প বয়সেই। সুর ও তালকে আপন করে নেওয়ার সেই যাত্রা শুরু হয়েছিল শৈশবেই, যা পরবর্তী সময়ে তাঁকে পৌঁছে দেয় উপমহাদেশজুড়ে শ্রোতাদের হৃদয়ে।
মাত্র নয় বছর বয়সে কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাওয়ার সুযোগ পাওয়া কবিতা কৃষ্ণমূর্তির জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অভিজ্ঞতা তাঁর সংগীতজীবনের ভিতকে আরও শক্ত করে তোলে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এমন এক কণ্ঠশিল্পী, যিনি শাস্ত্রীয় ঘরানা থেকে আধুনিক ধারার গান পর্যন্ত সমান স্বাচ্ছন্দ্যে গাইতে পারেন।
ভারতীয় উপমহাদেশের নানা ভাষায় গান গেয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন কবিতা কৃষ্ণমূর্তি। হিন্দি, বাংলা সহ একাধিক ভাষার গানে তাঁর কণ্ঠে ধরা পড়েছে আবেগ, মাধুর্য আর শুদ্ধতার মেলবন্ধন। সংগীতে তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন পদ্মশ্রীসহ বহু সম্মাননা।
জন্মদিনের এই দিনে ফিরে তাকালে দেখা যায়, কবিতা কৃষ্ণমূর্তির যাত্রাপথ শুধু সাফল্যের গল্প নয়, বরং নিষ্ঠা, সাধনা আর সংগীতের প্রতি গভীর ভালোবাসার এক দীর্ঘ অধ্যায়। আজও তাঁর কণ্ঠে গাওয়া গান প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে একইভাবে ছুঁয়ে যায়।
পিআর/টিকে