দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা।
রোববার (২৫ জানুয়ারি) মিরপুরের পল্লবীতে প্রচারণা চালিয়েছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
তিনি বলেন, নির্বাচনে জয় পেলে মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা। এসময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেয়ার নিন্দা জানান।
আমিনুল বলেন, নির্বাচিত হলে মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে আমরা সেই অত্যাচার করতে চাই না।
কেএন/টিকে