বলিউডে সাহসী ও গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে পরিচিতি থাকলেও ব্যক্তিজীবনে মৌনী রায় বেশ শান্ত স্বভাবের। খুব একটা বির্তকে তাকে দেখা যায় না। সম্প্রতি হরিয়ানার কার্নালে একটি স্টেজ শো করতে গিয়ে চরম হেনস্তার শিকার হতে হয়েছে তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।ঘটনার বর্ণনা দিয়ে মৌনী জানান, মঞ্চে ওঠার পথে বয়স্ক এক ব্যক্তি ও তার পরিবারের পুরুষ সদস্যরা ছবি তোলার নাম করে তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন।
মৌনী লেখেন, ‘মঞ্চের দিকে যাওয়ার সময় জনৈক এক ব্যক্তি এবং তার পরিবারের পুরুষরা আমার সঙ্গে ছবি তুলতে চান। হঠাৎ লক্ষ্য করি, তারা আমার কোমরে হাত দিচ্ছেন। বিষয়টি আমার একেবারেই পছন্দ হয়নি। আমি
মৌনী বলেন, ‘মঞ্চে যখন পারফর্ম করছিলাম, তখন সামনে বসে থাকা দুই বয়স্ক ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। তারা আমার দিকে গোলাপের পাঁপড়ি ছুড়ে মারছিলেন। প্রথমে ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের অসভ্যতা বাড়তে থাকায় আমি মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিই।’
আরও গুরুতর এক অভিযোগ তুলে অভিনেত্রী জানান, মঞ্চটি উঁচুতে হওয়ায় নিচ থেকে ওই ব্যক্তিরা মোবাইল ফোনে আপত্তিকর অ্যাঙ্গেলে তার ছবি ও ভিডিও করার চেষ্টা করছিলেন। সেখানে উপস্থিত অন্য এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে তাদের বাধা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
পুরো ঘটনায় আতঙ্কিত ও লজ্জিত মৌনী প্রশ্ন তুলেছেন সমাজের নৈতিকতা নিয়ে। তিনি বলেন, ‘আমরা শিল্পী, শিল্পের মাধ্যমেই বেঁচে থাকার রসদ খুঁজি। কিন্তু শিল্পীদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়। যারা এই অসভ্যতা করেছেন, তাদের পরিবারে কি মা-বোন নেই? তাদের সঙ্গে এমন হলে কেমন লাগত?’
টিজে/টিএ