না ফেরার দেশে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আই.এস. বিন্দ্রা

বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আই.এস. বিন্দ্রা গতকাল (রোববার) ৮৪ বছর বয়সে নয়া দিল্লিতে মারা গেছেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করলেও পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে বিন্দ্রার একাধিপত্য ছিল দীর্ঘ ৩৬ বছর- ১৯৭৮ থেকে ২০১৪ পর্যন্ত। এরপরই তিনি ক্রিকেট প্রশাসন থেকে অবসর নেন।

মোহালির পিসিএ স্টেডিয়ামকে বিন্দ্রা বিশ্ব মানচিত্রে ঠাঁই করে দিয়েছিলেন, পরবর্তীতে যার নামকরণ তার নামেই হয়। সেখানে ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ আয়োজিত হয়েছে, যেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল।

১৯৮৭ সালের বিশ্বকাপ ভারতে আয়োজনের ক্ষেত্রে বিন্দ্রা ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এন.কে.পি. সালভে ও জগমোহন ডালমিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এটিই ছিল প্রথমবার ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপ আয়োজনের ঘটনা।পশ্চিমা দেশগুলির যাতে একচেটিয়া আধিপত্য শিথিল হয় এবং ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নেতৃত্বাধীন এশীয় দেশগুলো একত্রিত হয়ে উপমহাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন নিশ্চিত করতে পারে, সেই চেষ্টা ছিল বিন্দ্রার।

ভারতের প্রাক্তন টিম ম্যানেজার ও বিসিসিআই-এর বলিষ্ঠ কর্মকর্তা অমৃত মাথুর জানিয়েছেন, ১৯৮৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যখন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, তখন বিন্দ্রাই পাকিস্তানের সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়া-উল-হককে অচলাবস্থা কাটানোর জন্য ভারত সফরের পরামর্শ দিয়েছিলেন।

যদিও তারা বেশ কিছু বিষয়ে একমত হতে পারতেন না, তবুও বিন্দ্রা ও ডালমিয়া আবারো নিশ্চিত করেছিলেন যে ১৯৯৬ সালের বিশ্বকাপ ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। বিন্দ্রা ছিলেন একজন কূটনীতিবিদ ও আমলা, যিনি বিসিসিআই এবং পরবর্তীতে আইসিসি-তে (যেখানে তিনি শরদ পাওয়ারের প্রধান উপদেষ্টা ছিলেন) সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগাতেন।

উভয়ের মধ্যে প্রবল মতপার্থক্য থাকা সত্ত্বেও, ২০১৫ সালে ডালমিয়ার প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে বিন্দ্রা লিখেছিলেন: ‘সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের মনে রাখা দরকার যে আধুনিক খেলা এবং বর্তমানের প্রশাসন পদ্ধতি একেবারেই আলাদা হতো যদি 'জগ্গু' না থাকতেন।’

বিসিসিআই থেকে এক্স-এ দেওয়া একটি পোস্টে বলা হয়েছে: ‘বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আই.এস. বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই শোক প্রকাশ করছে। বোর্ডের প্রার্থনা ও সমবেদনা তার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে।’

আইসিসি চেয়ারম্যান এবং বিসিসিআই-এর প্রাক্তন সচিব জয় শাহ-ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন- ‘বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের স্তম্ভ আই.এস. বিন্দ্রার প্রয়াণে গভীর সমবেদনা জানাই। তার কর্মপ্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করুক।’

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘তুর্কি নায়িকার মতো লাগছে’-অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা Jan 26, 2026
img
সিবিআই হেনস্তার পর রণহুঙ্কার থালাপতি বিজয়ের Jan 26, 2026
img
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Jan 26, 2026
img
সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা দিতে হবে- কোচের মন্তব্য Jan 26, 2026
img
শিবিরের তোলা অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: বেরোবি ভিসি Jan 26, 2026
img
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি পরিবার Jan 26, 2026
img
আবারও একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন শাকিব-হিমেল জুটি Jan 26, 2026
img
আজ খুলনা বিভাগে সফরে যাচ্ছেন জামায়াত আমির Jan 26, 2026
img
হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ Jan 26, 2026
img
অহংকারের বশে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, ভারতে অঘটন ঘটাতে পারত: হরভজন Jan 26, 2026
img
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি : ড. বদিউল আলম Jan 26, 2026
img
জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ কী? Jan 26, 2026
img
“বর্ডার ২” সিনেমায় নজর কেড়েছে বরুন ধাওয়ানের অভিনয় Jan 26, 2026
img
মির্জা ফখরুলকে নিয়ে মেয়ের আবেগঘন পোস্ট Jan 26, 2026
img
১৬ সিনেমায় টিকিট বিক্রির রেকর্ড গড়লেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন Jan 26, 2026
img
পঞ্চাশেও ঝলক দেখাচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা Jan 26, 2026
img
বলিউডে দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে নতুন আলোচনার ঝড় Jan 26, 2026
img
মাত্র পাঁচ দিনেই ১৮০ কোটির ঘর ছুঁয়েছিল সুলতান Jan 26, 2026
img
তেলুগু অভিনেতা রবি তেজার জন্মদিন আজ Jan 26, 2026
img
বিশ্বকাপসহ বিসিবির নানা বিষয়ে মন্তব্য করলেন আমিনুল হক Jan 26, 2026