জয়-মাহীর বিবাহ বিচ্ছেদের আলোচনার মধ্যেই মেয়েকে খুশি করতে কী সিদ্ধান্ত অভিনেত্রীর ?
মোজো ডেস্ক 09:49AM, Jan 26, 2026
বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল গত বছর থেকেই। নতুন বছরের শুরুতেই সব স্পষ্ট করে দিয়েছেন জয় ভানুশালী এবং মাহী বিজ। ফের তাঁরা আলোচনায় কেন?
জয় ভানুশালী এবং মাহী বিজকে নিয়ে আলোচনার শেষ নেই। গত ২৪ ঘণ্টায় একটি ভিডিও বার বার দেখা যাচ্ছে সমাজমাধ্যমে। একটি হুডখোলা গাড়িতে বসে মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছেন মাহী। সেই ভিডি ও প্রকাশ্যে আসতেই হইহই কাণ্ড।
সদ্য নতুন বাড়ি কিনেছেন মাহী। নতুন বাড়ির পূজার ছবিও এসেছিল প্রকাশ্যে ৷ এবার গাড়িতে মা-মেয়ের ‘ড্রাইভ’-এর মুহূর্ত ছড়িয়ে পড়েছে সর্বত্র। নতুন গাড়ি কেনার আনন্দে প্রাক্তন স্বামী জয় শুভেচ্ছাও জানিয়েছেন মাহীকে। বিবাহবিচ্ছেদ হওয়ার পরে একে একে মাহীর এই দামি জিনিস কেনাকাটা অনেকেই তির্যক দৃষ্টিতে দেখছেন।
তবে, মাহীর ৫০ লক্ষ টাকা দামের গাড়ি কেনার নেপথ্যে রয়েছে অন্য কাহিনি। সেই ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী নিজেই। যে গাড়িটি তিনি কিনেছেন, তা মাহী এবং জয়ের মেয়ে তারার প্রিয়।
মেয়ের ইচ্ছা পূরণ করতেই এই গাড়ি কেনার সিদ্ধান্ত নেন মাহী। অনেকে অবশ্য পুরো বিষয়টিকে অন্যভাবে দেখছেন। যদিও মাহী বার বার বলেছেন, মেয়ের ইচ্ছার মান রাখতেই তিনি এই গাড়ি কিনেছেন। কখনও তিনি চান না একরত্তি মেয়েকে ভুল অভ্যাস করাতে বা ভুল পথে চালনা করতে।