মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের সুপার বোল আয়োজন থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে বিরতির সাংস্কৃতিক পরিবেশনা নিয়েও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের সুপার বোলের মঞ্চে যাঁরা গান পরিবেশন করবেন, তাঁদের তিনি পছন্দ করেন না এবং এই আয়োজন সমাজে বিভাজন তৈরি করছে।
আগামী আট ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহ্যবাহী আমেরিকান ফুটবল ফাইনালে বিরতির সময়ে পারফর্ম করার কথা রয়েছে লাতিন সংগীত তারকা ব্যাড বান্নি এবং রক ব্যান্ড গ্রিন ডে-এর। এই দুই শিল্পীই বিভিন্ন সময়ে ট্রাম্প প্রশাসনের সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্পের মতে, এ ধরনের শিল্পীদের নির্বাচন অনুষ্ঠানকে বিনোদনের বদলে রাজনৈতিক উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও জানান, শিল্পীদের প্রতি বিরক্তি থাকলেও সুপার বোল না দেখার পেছনে মূল কারণ দূরত্ব। তবে অতীতে সুপার বোল অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
ব্যাড বান্নি পুয়ের্তো রিকোতে জন্ম নেওয়া স্প্যানিশ ভাষার জনপ্রিয় শিল্পী, যিনি অভিবাসন ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে গান ও বক্তব্য রেখেছেন। অন্যদিকে গ্রিন ডে-এর প্রধান কণ্ঠশিল্পী বিলি জো আর্মস্ট্রং সম্প্রতি অভিবাসনবিরোধী নীতির প্রতিবাদে প্রকাশ্যে অবস্থান নেন। এসব কারণেই এবারের সুপার বোলের মিউজিক আয়োজন ঘিরে ক্রীড়া ছাড়িয়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
টিকে/