আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সোমবার বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানের বেশি করতে পারেনি টাইগার যুবারা। ছোট রানের জবাবে ৭ উইকেট ও ১৫৫ বল বাকি থাকতেই জিতেছে ইংলিশ যুবারা।
এই হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। সেমিফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না বাংলাদেশের। বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাওয়াদ আরবার। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম।
কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়তে না পারা বাংলাদেশ অলআউট হয়েছে অল্প রানেই।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম করেন ২০ রান। এছাড়া কালাম সিদ্দিকী ১০ ও শাহরিয়ার আহমেদ ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন জোসেফ মুরস। আরেক ওপেনার বেন ডাওকিনস করেন ২৭ রান। আর আউট হওয়ার আগে ৩৪ রান করেন বেন মেয়ার্স। এদিকে আপনতালে খেলতে থাকা থমাস রে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। কালেব ফালকোনারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ৫৯ রানে থমাস ও ৯ রানে কালেব অপরাজিত থাকেন।
আইকে/টিএ