একদিনে ৭৫টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ২ হাজার ১৫৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৫টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ১৫৩ জনকে।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২২৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৪৪১টি টিকিট যাচাই করা হয়।
আরআই/টিকে