ধর্মা প্রডাকশনের সময়টা যে খুব একটা স্বস্তির নয়, তা বলিপাড়ায় এখন ওপেন সিক্রেট। মন্দাবাজার, তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক এবং একের পর এক ছবির বক্স অফিস ব্যর্থতায় বড়সড় আর্থিক চাপে রয়েছেন করণ জোহর এমন গুঞ্জন ঘুরছে টিনশেল টাউনে। সেই পরিস্থিতিতে টিকে থাকতে প্রযোজনা সংস্থার অর্ধেক মালিকানা আদর পুনাওয়ালার হাতে তুলে দিতেও বাধ্য হয়েছেন তিনি।
এই টালমাটাল সময়েই সোশ্যাল মিডিয়ায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছিলেন করণ।
একসময় বলিউডের যেসব সেলেবদের কাজ বা সিদ্ধান্ত নিয়ে তিনি প্রকাশ্যে ভ্রু কোঁচকাতেন, সাম্প্রতিক কালে তাঁদেরই প্রশংসায় মুখর হতে দেখা গিয়েছে পরিচালক-প্রযোজককে।
তবে এবার আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন করণ জোহর। সোমবার গভীর রাতে তিনি জানালেন, আপাতত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখবেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে করণ লেখেন, “এক সপ্তাহের জন্য সব ডিজিটাল প্ল্যাটফরম থেকে নিজেকে ডিটক্স করার সিদ্ধান্ত নিলাম।
আর মোবাইলে স্ক্রল নয়, কোনো মেসেজ চালাচালি নয়, কোনো পোস্টও নয়। আশা করি, এই বিরতিটুকু নিতে ব্রহ্মাণ্ড আমাকে শক্তি জোগাবে।”
এই ঘোষণার পরই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। সেলেবদের ব্যক্তিগত জীবন থেকে ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর সব কিছুতেই যাঁর চোখ-কান সদা সজাগ, সেই করণ জোহরই হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছেন কেন? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করে বলছেন, এই সিদ্ধান্ত ‘হজম’ করা তাঁদের পক্ষে বেশ কঠিন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘ডিজিটাল ডিটক্স’-এর ঘোষণার ঠিক আগের দিনগুলোতে ধারাবাহিকভাবে একাধিক প্রশংসামূলক পোস্ট করেছিলেন করণ। কখনো আদিত্য ধরের পরিচালনা নিয়ে, কখনো ইয়ামি গৌতমের অভিনয়ের ভূয়সী প্রশংসা, আবার কখনো সানি দেওলের ‘বর্ডার ২’ নিয়ে ইতিবাচক মন্তব্য সবই জায়গা পেয়েছে তাঁর ইনস্টা স্টোরিতে।
এই পোস্টগুলি দেখেই ইন্ডাস্ট্রির একাংশের অনুমান ছিল, হয়তো ধর্মা প্রোডাকশনের বাইরেও অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজের পথ খুঁজছেন করণ জোহর। সেই স্ট্র্যাটেজি প্রত্যাশামতো ফল না দেওয়াতেই কি শেষমেশ সোশ্যাল মিডিয়াকে আপাতত ‘আলবিদা’ জানালেন তিনি? এই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর অধরা।