বলিউড অভিনেতা ববি দেওল ২৭ জানুয়ারি ৫৭ বছরে পা রাখলেন। ১৯৭৭ সালে শিশুশিল্পীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে ১৯৯৫ সালে ‘বাদল’ ছবিতে। তবে জনপ্রিয়তা আসতে শুরু করে ১৯৯৭ সালের ছবি ‘গুপ্ত’ থেকে। দীর্ঘ বলিউড যাত্রায় তিনি নানা ওঠাপড়া দেখেছেন। একসময় ‘সোলজার’-এর মতো সফল ছবির নায়ক ছিলেন। পরবর্তী সময়ে ‘বিচ্ছু’, ‘অজনবি’, ‘হমরাজ’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন, যদিও বক্স অফিসে এতটা সাফল্য পাননি।
২০০৭ সালে ‘ঝুম বরাবর ঝুম’-এর মতো বড় বাজেটের ছবিতে অংশ নিয়েছিলেন, যা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ক্রমশ ধীরে ধীরে সেলিব্রিটি লাইমলাইট থেকে দূরে চলে যাচ্ছিলেন। ২০২৩ সালে সন্দীপ রেড্ডী বাঙ্গার পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে নতুন রূপে ফিরতি পান। এরপর পরপর বেশ কিছু সফল কাজ করেন, যার মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপের ‘বান্দর’।
বর্তমানে ববি দেওল প্রায় ৬৭ থেকে ৭০ কোটি টাকার সম্পত্তির মালিক। জানা যায়, তিনি প্রতি ছবির জন্য চার থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার মাধ্যমে তাঁর বার্ষিক আয় প্রায় এক কোটি টাকা।
তবে ববির স্ত্রীর সম্পত্তিও উল্লেখযোগ্য। তান্যা দেওল পেশায় বাড়ির অন্দরসজ্জার শিল্পী। তিনি উত্তরাধিকার সূত্রেও তাঁর বাবার থেকে বড় অংশের সম্পত্তির ভাগ পেয়েছেন। জানা যায়, তাঁর মোট সম্পত্তি প্রায় ৩০০ কোটি টাকা।
ববি ও তান্যার এই সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ে দু’টি বিলাসবহুল বাংলো। এর মধ্যে একটি বাংলোর দাম ৬ কোটি টাকা, আর জুহুতে উত্তরাধিকার সূত্রে পাওয়া অন্যটি প্রায় ৬৫ কোটি টাকার। এছাড়া গাড়ির সম্ভারে রয়েছে রেঞ্জ রোভার ও মার্সিডিজ বেঞ্জের মতো বিলাসবহুল যানবাহন।
এমকে/টিএ