বড় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্রেফ চায়ের আড্ডার আলোচনা থেকে তৈরি হলো নতুন একটি গান। ধানমণ্ডির এক ক্যাফেতে আড্ডা দিতে দিতেই সংগীতশিল্পী ফাহমিদা নবী ও জয় শাহরিয়ারের মাথায় এই গানের চিন্তা আসে, যার নাম রাখা হয়েছে ‘চায়ের চুমুকে’।
জয় শাহরিয়ার নিজেই এই গানে সুর দিয়েছেন। গত রোববার মগবাজারের ‘আজব রেকর্ডস’ স্টুডিওতে দুই শিল্পী মিলে গানটির রেকর্ডিং শেষ করেন।
গানটির পেছনে কাজ করেছে গভীর আবেগ ও দীর্ঘদিনের বন্ধুত্ব। জয় শাহরিয়ার সাধারণত অন্যের লেখা গানে সুর করেন না, কিন্তু বন্ধু সোমেশ্বর অলির চমৎকার কথায় এবার তিনি ব্যতিক্রম ঘটিয়েছেন। ফাহমিদা নবীর সঙ্গে জয়ের পারিবারিক ও দীর্ঘদিনের কাজের সম্পর্ক থাকায় এই নতুন প্রজেক্ট নিয়ে তিনি বেশ আনন্দিত।
ফাহমিদা নবীর মতে, ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে মানুষকে জীবন উপভোগ করতে শেখাবে এই গান। অনন্যা রুমার উদ্যোগে তৈরি হওয়া এই গানটি পুরোপুরি শ্রোতাদের বিনোদনের কথা মাথায় রেখে করা হয়েছে।
জানা গেছে, খুব দ্রুতই এর মিউজিক ভিডিও তৈরি হবে। আগামী ভালোবাসা দিবসে গানটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।