টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য সম্প্রতি একটি অন্তর্দৃষ্টি মূলক মন্তব্যে ভক্তদের মন জিতে নিয়েছেন। তিনি বলেন, “কারও চলে যাওয়া, অন্য কারও জীবনের প্রতিবন্ধকতা হতে পারে না। এক সময় সবাইকে চলে যেতে হবে। তার মানে আমাদের থেমে থাকলে হবে না।” এই বক্তব্যে জীবনের অস্থায়ীতা ও নতুন সম্ভাবনার প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
অপরাজিতার কথায় বোঝা যায়, তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখেন। তাঁর এই বার্তা শুধু ভক্তদের জন্য নয়, সহশিল্পীদের মধ্যেও অনুপ্রেরণার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এই মন্তব্যকে ইতিমধ্যেই বহু ভক্ত শেয়ার করেছেন এবং তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অপরাজিতা আঢ্য এই বার্তায় জীবনের প্রাকৃতিক প্রবাহকে স্বাগত জানান, যেখানে চলে যাওয়া ও এগিয়ে চলা দুটি বিষয়ই স্বাভাবিক এবং প্রয়োজনীয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রতিটি পরিবর্তন আমাদের থামিয়ে রাখতে পারে না, বরং নতুন সূচনা ও সম্ভাবনার দরজা খুলে দেয়।
পিআর/টিকে