ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে আজ ২৮ জানুয়ারি জন্মদিন উদযাপন করছেন। বিশেষ এই দিনের শুরুটাই তিনি কাটালেন অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে। মধ্যরাত পেরোতেই ঘনিষ্ঠ পরিবেশে জন্মদিনের প্রথম কেক কাটতে দেখা যায় সুস্মিতাকে, আর সেই মুহূর্ত ঘিরেই ফের চর্চায় উঠে এল সাহেব-সুস্মিতার সম্পর্কের গুঞ্জন।
সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেকে নিয়ে আলোচনা নতুন নয়। ‘কথা’ ধারাবাহিকে তাঁদের অনবদ্য জুটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার সেই রসায়ন যে বাস্তব জীবনেও ছড়িয়ে পড়েছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহলী অনুরাগীরা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া, উৎসব উদযাপন কিংবা পারিবারিক মুহূর্তে পাশাপাশি দেখা যাওয়ায় তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
কিছুদিন আগেই শোনা যায়, সুস্মিতা তাঁর পরিবারের সঙ্গে সাহেবের পরিচয় করিয়ে দিয়েছেন। এই খবর সামনে আসার পর থেকেই তাঁদের প্রেমের জল্পনা আরও জোরালো হয়। যদিও এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই নীরব থেকেছেন তাঁরা।
তবুও জন্মদিনের মধ্যরাতের উদযাপনে ফের একসঙ্গে ধরা দিলেন এই দুই তারকা। বুধবার সাহেব ভট্টাচার্যের একটি অনুরাগী পেজ থেকে জন্মদিনের একাধিক মুহূর্তের ছবি প্রকাশ করা হয়। ছবিতে কালো রঙের অফ শোল্ডার গাউনে নজর কাড়েন সুস্মিতা। খোলা চুল, হালকা সাজ এবং গলায় পেন্ডেন্টে তাঁকে বেশ মানানসই দেখাচ্ছিল। অন্যদিকে কালো শার্ট ও জিন্সে সাবলীল ও স্মার্ট লুকে দেখা যায় সাহেবকে।
মধ্যরাতের সেই আয়োজনে মাথায় ক্রাউন পরে কেক কাটতে দেখা যায় সুস্মিতাকে, আর কেকটি ধরে ছিলেন সাহেব। কিছু ছবিতে একে অপরের দিকে তাকিয়ে হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে পোজ দিতেও দেখা যায় তাঁদের। একটি ভিডিওতে দেখা যায়, কেকের সামনে দাঁড়িয়ে সুস্মিতাকে স্যাশ পরিয়ে দিচ্ছেন সাহেব। সব মিলিয়ে সাহেবের সঙ্গেই বেশ ঘরোয়া ও রোম্যান্টিক পরিবেশে জন্মদিনের শুরুটা উদযাপন করলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
এমকে/এসএন