সামাজিক মাধ্যমে এক ব্যক্তির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ছবির নেপথ্যে রয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার আলোচিত অভিনেত্রী রুক্মিণী এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তি সৌন্দর্য বিষয় নিয়ে পরামর্শ দিচ্ছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ছড়িয়ে পড়ে ব্যক্তির স্টিল ছবি।
ভাইরাল হওয়া ওই ব্যক্তির নাম ডা. নৃপেন্দ্র গুহ। তিনি একজন প্রশিক্ষিত ডার্মাটোলজিস্ট, যিনি আধুনিক কসমেটিক ডার্মাটোলজি ও নন-সার্জিক্যাল এস্থেটিক ট্রিটমেন্ট, বিশেষ করে বোটক্স, ডার্মাল ফিলার ও অ্যান্টি-এজিং চিকিৎসায় পরিচিত।
কিন্তু আলোচনার তুঙ্গে তাঁর নিজের বিফোর-আফটার লুক।
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রসহ একাধিক তারকার তাঁর সার্ভিস নেওয়ার খবর সামনে আসার পর থেকেই ডা. নৃপেন্দ্র গুহ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আর তার নিজের লুক নিয়েও চলছে বিস্তর কথা।
ডা. নৃপেন্দ্র গুহ মূলত কলকাতার একজন ত্বক, চুল ও নখের রোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট।
সাধারণ চর্মরোগ চিকিৎসার পাশাপাশি তিনি কসমেটিক ও অ্যাস্থটিক ডার্মাটোলজিতে বিশেষভাবে কাজ করে থাকেন। তাঁর কাজের পরিধি ঢাকাসহ আরব আমিরাত, কানাডা আর শ্রীলঙ্কাতেও বিস্তৃত বলে জানা যায়।
তিনি ত্বকের সৌন্দর্য রক্ষা, বয়সের ছাপ কমানো এবং মুখের প্রাকৃতিক গঠন অক্ষুণ্ন রেখে আধুনিক চিকিৎসার মাধ্যমে সৌন্দর্য উন্নয়নের জন্য কাজ করেন। বোটক্স, ডার্মাল ফিলার, স্কিন রিজুভেনেশন, একনি স্কার ট্রিটমেন্ট, পিগমেন্টেশন কন্ট্রোল-এসব ক্ষেত্রেই তাঁর কাজের অভিজ্ঞতা আছে বলে জানা যায়।
বোটক্স বা বটুলিনাম টক্সিন ইনজেকশন মূলত মুখের পেশিকে সাময়িকভাবে শিথিল করে বলিরেখা ও ফাইন লাইনের উপস্থিতি কমাতে ব্যবহৃত হয়।
বিশ্বজুড়ে এটি একটি স্বীকৃত ও বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি। তবে সঠিক ডোজ, মুখের অ্যানাটমি সম্পর্কে গভীর ধারণা এবং নান্দনিক ভারসাম্য না জানলে এই চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
ডা. নৃপেন্দ্র গুহর ভাইরাল হওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে তার প্রকৃত ছবির চেয়ে তার মুখের গড়ন অনেকটাই বদলে গেছে। প্রকৃত চেহারার চেয়ে বর্তমানে যে চেহারার ধরন তিনি করেছেন তা নিয়েও সমালোচনা হচ্ছে।
আরআই/টিকে