মেগাস্টার দেব বাংলা সিনেমার এই বিশেষণ এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু দীপক অধিকারী থেকে ‘মেগাস্টার দেব’ হওয়া কোনো এক দিনের গল্প নয়। ২০ বছর আগে যে স্বপ্ন বুকে নিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, আজ তা পুরোপুরি সফলতার শিখরে পৌঁছেছে। ইন্ডাস্ট্রিতে ২০ বছরের যাত্রা পূর্তির উপলক্ষে অভিনেতাকে দেখা গেল কেক কাটতে, পাশে ছিলেন তাঁর গোটা টিম এবং প্রিয় মানুষ রুক্মিণী মিত্র। কালো টি-শার্টে দেব, গোলাপি টপে রুক্মিণী দু’জনেই আনন্দে ভরপুর।
কেক কাটার সময় দেব প্রথমে কেক খাইয়েছেন রুক্মিণীকে, পাল্টা আদরে কেক খাওয়িয়েছেন রুক্মিণীও। এরপর একে একে উপস্থিত সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। দেব সংবাদমাধ্যমকে বলেন, “আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল। যাঁরা এতদিন আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।” এই দিনটি শুধুমাত্র সিনেমার নয়, রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। দেব রাজনীতিতে ১২ বছর পূর্ণ করেছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করেন, যা দেবের কাছে গর্বের বিষয়।
দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় আবার ফিরতে চলেছেন দেব ও রুক্মিণী। শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে আবার জুটি বাঁধতে চলেছেন এই তারকা জুটি। এটি দেবের ৫০তম সিনেমা, তাই চলচ্চিত্রটি তাঁর জন্য অত্যন্ত স্পেশাল। এই সিনেমার মাধ্যমে দর্শকরা আবারও দেখতে পাবেন দেব ও রুক্মিণীর অভিজ্ঞ অভিনয় ।
পিআর/টিকে