জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুরঙ্গ’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটি ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
বহুল আলোচিত এই চলচ্চিত্রে নিশোর অভিনয় ছিল একজন হতাশ, চাপের মুখে বাঁক নেয়া মানুষের মানসিক দোটানা, ভালোবাসা, বেঁচে থাকার লড়াই ও অপরাধঘেরা বাস্তবতার টানাপোড়েন। যা তিনি অসাধারণ অভিনয় দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।
টেলিভিশন ও ওটিটির জনপ্রিয় এই অভিনেতা বড় পর্দায়ও যে সমান শক্তিতে দর্শকদের মুগ্ধ করতে পারেন, ‘সুরঙ্গ’ ছিল তারই প্রমাণ। ছবিটি মুক্তির পর ব্যবসায়িকভাবেও বেশ আলোচনায় ছিল।
ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় নিশোর অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তার ক্যারিয়ারের নতুন অধ্যায় যুক্ত হলো এই অভিনেতা।
পরিচালক রায়হান রাফীর নির্মাণশৈলী, গল্পের টানটান আবহ এবং নিশোর তীব্র অভিনয়- সব মিলিয়ে ‘সুরঙ্গ’ ২০২৩ সালের আলোচিত সিনেমাগুলোর অন্যতম হয়ে ওঠে।
আইকে/টিকে