ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলেও বয়োবৃদ্ধ ভোটারদের ভোটকেন্দ্রে আনা–নেওয়ার জন্য পর্যাপ্ত রিকশার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে তারা নিরাপদে ভোট দিয়ে আবার বাড়ি ফিরতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

শুক্রবার নির্বাচনী প্রচারণার নবম দিনে মিরপুর ১১ নম্বর বাজার রোডে নাভানা ও তালতলা বস্তির সামনের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, তাঁর নির্বাচনী এলাকায় প্রায় ১৩৭টি ভোটকেন্দ্র ও ৬৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ঢাকা-১৬ আসনে উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে, যাদের ভোটার সংখ্যা প্রায় ৭০ হাজার। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উর্দুভাষী জনগোষ্ঠীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন উল্লেখ করে আমিনুল হক বলেন, সে কারণেই এই জনগোষ্ঠীর সঙ্গে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
আমিনুল হক আরও বলেন, নির্বাচিত হলে উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন তাঁর অন্যতম অগ্রাধিকার হবে। ইতোমধ্যে তিনি তাদের এলাকায় গিয়ে কথা বলেছেন এবং সামর্থ্য অনুযায় সমস্যার সমাধানের চেষ্টা করেছেন।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাঁরা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের একটি চক্র ঘরে ঘরে গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি নম্বর সংগ্রহ করে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। তিনি বলেন, আগাম ভোটে এনআইডির কোনো প্রয়োজন না থাকলেও কী উদ্দেশ্যে এসব তথ্য নেওয়া হচ্ছে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আমিনুল হক জানান, বিষয়টি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে পুরনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির Jan 30, 2026
img
১১ দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন: নাহিদ ইসলাম Jan 30, 2026
img
নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি: হান্নান মাসউদ Jan 30, 2026
img
নির্মাণে মনোযোগী ভারতীয় গায়ক অরিজিৎ সিং Jan 30, 2026
img
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন মাহবুব মাস্টার Jan 30, 2026
img
‘ধুরন্ধর ২’র স্বত্ব কিনেছে নেটফ্লিক্স! Jan 30, 2026
img
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে আবারও দেখা হচ্ছে রিয়াল-বেনফিকা, পিএসজির সামনে মোনাকো Jan 30, 2026
img
নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত মানছেন না নেতাকর্মীরা, ১৫ দিনে বহিষ্কার ৩৯ Jan 30, 2026
img
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান Jan 30, 2026
img
নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না: শফিকুর রহমান Jan 30, 2026
img
রোহিত শর্মার রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়লেন আইরিশ তারকা পল স্টার্লিং Jan 30, 2026
img
উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মীর পদত্যাগ Jan 30, 2026
img
মিজানুর রহমান আজহারীকে কোন কারণে ধন্যবাদ দিলেন বর্ষা? Jan 30, 2026
img
ইশতেহার বাস্তবসম্মত, দেশের জন্য যতটুকো বাস্তবায়ন সম্ভব সেই প্রতিশ্রুতি রয়েছে : আসিফ মাহমুদ Jan 30, 2026
img
ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগের দাবি বাস্তবায়ন করব: জামায়াত আমির Jan 30, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে: গোলাম পরওয়ার Jan 30, 2026
img
নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি মার্কিন দূতাবাসের Jan 30, 2026
img

ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া, শঙ্কায় ভারতে বিশ্বকাপের আসর Jan 30, 2026
img
ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন পিটার বাটলার Jan 30, 2026
img

ঢাকা-৬ আসন

ওয়ারীতে জামায়াতের নির্বাচনি কার্যালয় ভাঙচুর Jan 30, 2026