চ্যাম্পিয়ন্স লিগের তিন নম্বর থেকে বিস্ময়করভাবে প্লে-অফের স্থানে নেমে যেতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। তাদের এই দুর্ভোগের কারণ ছিল বেনফিকা। ঘটনাবহুল সেই ম্যাচের পুনরাবৃত্তি হচ্ছে প্লে-অফেও। হোসে মরিনহোর দলের মুখোমুখি হচ্ছে তারা নকআউট প্লে-অফ রাউন্ডে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে ফরাসি দল এএস মোনাকোর।
বরুসিয়া ডর্টমুন্ড বনাম আটলান্টা
অলিম্পিয়াকোস বনাম বায়ার লেভারকুসেন
গ্যালাতাসারে বনাম জুভেন্টাস
ক্লাব ব্রুজ বনাম আতলেতিকো মাদ্রিদ
মোনাকো বনাম প্যারিস সেন্ট-জার্মেই
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
কারাবাগ বনাম নিউক্যাসেল ইউনাইটেড
আরআই/টিকে