সঞ্জয় লীলা ভানসালির ঐশ্বর্যমণ্ডিত সৃষ্টি ‘দেবদাস’ (২০০২) আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। শাহরুখ খানের অভিনীত এই কালজয়ী প্রেমকাহিনি আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৬ প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি পাবে, পিভিআর ইনক্সের বিশেষ ভ্যালেন্টাইনস সেলিব্রেশন লাইনআপের অংশ হিসেবে। প্রেমের মরশুমে দর্শকদের জন্য এটি এক নস্টালজিক উপহার বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।
ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিতের উপস্থিতিতে ‘দেবদাস’ আজও স্মরণীয় তার বিশাল ক্যানভাস, মন ছুঁয়ে যাওয়া সংগীত এবং শাহরুখ খানের হৃদয়বিদারক অভিনয়ের জন্য। ট্র্যাজিক প্রেমিক দেবদাসের চরিত্রে শাহরুখের অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের নভেম্বরে শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে ছবিটি পুনর্মুক্তি পেয়ে বিপুল সাড়া ফেলেছিল।
দুই দশক পরেও ‘দেবদাস’ মানেই আবেগ, ব্যথা আর চিরন্তন ভালোবাসার প্রতীক। ভ্যালেন্টাইনের আবহে এই ছবির পুনরাগমন পুরনো দর্শকদের স্মৃতিতে ডুব দেবে, আর নতুন প্রজন্মকে পরিচয় করাবে এক অনবদ্য চলচ্চিত্র অভিজ্ঞতার সঙ্গে। প্রেমের মরশুমে এর চেয়ে উপযুক্ত পুনরায় দর্শনের সুযোগ আর কীই বা হতে পারে।
এবি/টিএ