দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় তার জীবনে বলিউড তারকা শাহরুখ খানের গভীর প্রভাবের কথা প্রকাশ করেন। যা এখন আলোচনায়।
বিজয়ের ভাষায়, শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নন, বরং এমন এক আদর্শ মানুষ, যার কথা ও দৃষ্টিভঙ্গি নিজের চিন্তাধারাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে।
চেন্নাইয়ে একটি বড় রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আয়োজনের ফাঁকে ভারতের জাতীয় একটি গণমাধ্যমের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের আলাপচারিতায় বিজয় নিজের অভিনয়জীবন থেকে জনজীবন ও রাজনীতিতে আসার যাত্রা নিয়ে কথা বলেন।
মানুষের সমস্যা ও রাজনীতি নিয়ে আলোচনার মাঝেই তিনি উল্লেখ করেন, কারা তাঁকে অনুপ্রাণিত করেছেন- সেখানে সবার আগে উঠে আসে শাহরুখ খানের নাম।
বিজয় বলেন, শাহরুখ খানের প্রতি তাঁর মুগ্ধতা সিনেমার গণ্ডি ছাড়িয়ে। বিশেষ করে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করা এবং জনসমক্ষে নিজেকে যেভাবে উপস্থাপন করেন- এই বিষয়গুলোই তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
যদিও তিনি শাহরুখের খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বেশি সময় কথা বলেননি, তবু রাজনীতি-কেন্দ্রিক এই সাক্ষাৎকারে মন্তব্যটি আলাদা করে নজর কাড়ে।
দুজনের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা অজানা নয়। ‘জওয়ান’ ছবির শুটিংয়ের সময় চেন্নাইয়ে তাদের একসঙ্গে দেখা হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছিল।
এসময় তিনি নিজের আসন্ন সিনেমা ‘জনা নায়াগান’ প্রসঙ্গেও কথা বলেন। ছবিটির মুক্তি আটকে দেয়ার কারণ হিসেবে নিজের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার কথাই বলেন বিজয়। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার কারণেই তার সিনেমাটি আটকে দেয়া হয়েছে; আর এতে প্রযোজক যে সমস্যায় পড়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেন এই তারকা।
তবে একই সঙ্গে বলেন, সিনেমা থেকে সরে এসে রাজনীতিতে নামার পর এমন চ্যালেঞ্জ আসবে- এটা তিনি আগেই অনুমান করেছিলেন। সঙ্গে এও জানান, তাই বলে তিনি মাথা নত করবেন না।
এইচ ভিনোথ পরিচালিত ‘জনা নায়াগান’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিথা বাইজু, গৌতম মেনন ও প্রকাশ রাজ। ছবিটির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
এমকে/টিকে