টিভির পর্দা বা সমাজমাধ্যমের ছবি— প্রীতি জ়িন্টার গালে টোলসমেত কিশোরীসুলভ হাসি এখনও একই রকম আকর্ষণীয়। তবে তার থেকেও বেশি আকর্ষণীয় তাঁর জীবন। সেনা পরিবারে জন্ম, পড়াশোনা করেছেন সিমলার কনভেন্ট স্কুলে। ইংরেজিতে সাম্মানিক স্নাতক। এর পরে অপরাধ মনস্তত্ত্বে স্নাতকোত্তর। বন্ধুর জন্মদিনে হঠাৎই নজরে পড়ে যান বিজ্ঞাপন নির্মাতার।
বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু। ধীরে ধীরে বলিউডের জনপ্রিয় নায়িকা হয়ে ওঠা। একসময়ে নিজের ছবিতে অপরাধ জগতের যোগের কথা স্বীকার করে নেন প্রীতি।
‘সংঘর্ষ’, ‘কেয়া কহেনা’-র মতো ছবিই প্রীতিকে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে সাহায্য করে। ‘হর দিল জো পেয়ার করেগা’ ছবিতে প্রীতি অভিনয় করেন সলমন খানের সঙ্গে। সেই সময়েই অপরাধ জগতের সঙ্গে বলিউডের সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়। প্রীতি অভিনীত ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে ‘আন্ডারওয়ার্ল্ড’ যোগের অভিযোগ ওঠে। জিজ্ঞাসাবাদ করা হয় বলিউডের তাবড় তারকাদের। যদিও কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। একমাত্র প্রীতি স্বীকার করেন, তিনি ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে ফোন পেয়েছেন।
কী বলা হয়েছিল তাঁকে? প্রীতি দাবি করেন, তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছিল। শোনা যায়, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছোটা শাকিল নাকি প্রীতিকে ফোন করেছিল। যদিও রাজি হননি অভিনেত্রী। ফলে নিজের সাহসিকতার মাসুল দিতে হয় তাঁকে। সেই সময়ে, এক পর্ন অভিনেত্রীর ছবির সঙ্গে প্রীতির ছবি ‘মর্ফ’ করে বিকৃত ও অশ্লীল ভিডিয়ো বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে।
একটা সময় সলমনের সঙ্গে জুটি বেঁধে পর পর ছ’টি ছবি করেন প্রীতি। রটে যায়, সলমনের সঙ্গে নাকি প্রেম করছেন প্রীতি। সেই সময়েও একটি ‘অডিয়ো টেপ’ ভাইরাল হয়। সেখানে শোনা যায়, সলমন নাকি প্রীতির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করছেন। তবে সলমন ও প্রীতি দু’জনেই ওই ‘অডিয়ো টেপ’টি নকল বলে দাবি করেন, বার বার। যদিও শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্ক ভাঙে প্রীতির। এই মুহূর্তে আমেরিকায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জেন গুডএনাফের সঙ্গে সংসার পেতেছেন প্রীতি। দুই সন্তান রয়েছে তাঁদের।
টিজে/টিকে