শবে বরাতে ঘরে ইবাদতের নির্দেশ : অমান্য করলে ব্যবস্থা

আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ রাতে ইবাদত বন্দেগী করবে মুসলিম সম্প্রদায়। এদিকে দেশে করোনা পরিস্থিতির কারণে শবে বরাতের ইবাদত নিজ নিজ ঘরে আদায় করার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মসজিদে জামাতে নামাজ আদায়ের ব্যাপারেও সরকার নির্দেশনা দিয়েছে। এ অবস্থায় পবিত্র শবে বরাতের ইবাদত বন্দেগী সবাইকে নিজ নিজ ঘরে আদায় করার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি সরকারি নির্দেশনা উপেক্ষা করে, তাহলে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ