করোনা: ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৬৪৯

করোনাভাইরাসে ময়মনসিংহ বিভাগে একদিনে আরও ২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪৯ জন।

সোমবার মেডিকেল কলেজ হাসপাতালে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২১ জন এবং জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জনের পরীক্ষায় ১জনসহ বিভাগে ২২ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন, সদরে ২, ভালুকায় ২, ফুলপুরে ২, নান্দাইল ১ জনসহ ময়মনসিংহ জেলায় ৮ জন। নেত্রকোনা জেলা সদরে ১, জামালপুর জেলার সরিষাবাড়িতে ১ এবং শেরপুর জেলা সদরে ৪, নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ ৩ জন, নকলায় ২ জন, শ্রীবরর্দীতে উপজেলায় ২ জনসহ জেলায় ১১ জন। এছাড়াও ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ১ জন।

জানা গেছে, সোমবার পর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৩২০ জন, জামালপুর জেলায় ১৪৫ জন, নেত্রকোনা জেলায় ১১৮ এবং শেরপুর জেলায় ৬৬ জন।

এর মধ্যে মারা গেছেন ১১ জন এবং সুস্থ হয়েছেন ২৪৩ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: