ভিনদেশি মানসিক ভারসামহীন এরা কারা?

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে চলছে অঘোষিত লকডাউন। কিন্তু এমন অবস্থার মধ্যেও দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বেড়ে গেছে ভিনদেশি মানসিক ভারসাম্যহীনদের আনাগোনা। পঞ্চগড়ের হাটে বাজারে, রাস্তা-ঘাটে সব অচেনা ভারসাম্যহীন লোকদের দেখা মিলছে প্রায়ই। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে চাপা আতঙ্ক। করোনা আতঙ্কে স্থানীয়রা এসব ভারসাম্যহীন মানুষের কাছেও ঘেষছেন না। প্রশাসনও রয়েছে চুপচাপ।

স্থানীয়রা অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুযোগ বুঝে এসব মানসিক ভারসাম্যহীন লোকদের পঞ্চগড় সীমান্ত ব্যবহার করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে। আর তাই সীমান্ত এলাকার কোথাও কোথাও পুশ ইন ঠেকাতে বিজিবির সাথে রাত জেগে পাহারা বসিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার হাট-বাজার ও রাস্তা-ঘাটে প্রায়ই এসব মানসিক ভারসাম্যহীনদের ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। করোনা প্রাদুর্ভাবের আগে এসব ভারসাম্যহীনদের পঞ্চগড়ের কোথাও দেখা যায়নি। এসব লোকদের কোনো পরিচয়ও পাওয়া যাচ্ছে না। সবাই ধারণা করছেন, এসব ভারসাম্যহীন লোক ভারতের বাসিন্দা। কারণ তাদের কথাবার্তা বাংলা নয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক মানসিক ভারসাম্যহীন মানুষ দেদার ঘুরে বেড়াচ্ছে। এসব ভারসাম্যহীনদের কথাবার্তা ও আচার আচরণ দেখে মনে হচ্ছে, তারা সবাই ভারতের অধিবাসী। কারণ পঞ্চগড়ের তিন দিকে ভারতের সীমান্ত। আর এজন্যই পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করার সুযোগ বেশি থাকে।

জানা গেছে, সম্প্রতি পঞ্চগড়ের তেঁতুলিয়া, শিংরোড ও বড়শশী সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে পুশ ইন ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছে।

পঞ্চগড় সদর উপজেলার শিংরোড সীমান্ত এলাকার ফারুক আহমেদ বলেন, প্রায়ই শোনা যায় বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাগল পুশ ইন করবে। এমন খবর শুনলেই আমরা বিজিবির সঙ্গে মিলে পুশ ইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারা দেই।

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিসুর রহমান বলেন, আমাদের সকলের ধারণা এই পাগলগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে আসা। কিছুদিন আগেও মহানন্দা নদী দিয়ে একজন পাগলকে তারা বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। পরে বিজিবি সেটি প্রতিহত করে। আমার মনে হয় উচ্চ পর্যায়ে কথা বলে এর একটা সমাধান করা দরকার।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, এমনিতেই এলাকার মানুষ করোনা আতঙ্কে রয়েছে। এর মধ্যে বিএসএফ ভারতীয়দের বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। আমরা বিজিবি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীনদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম বলেন, করোনা পরিস্থিতিতে মানসিক ভারসাম্যহীনদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ তারা করোনায় আক্রান্ত কিনা তা আমরা নিশ্চিত নই।

এব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বলেন, সীমান্ত দিয়ে পুশ ইনের কোনো সুযোগ নেই। করোনা পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

পঞ্চগড়-২ আসনের সাংসদ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ভিনদেশি মানসিক ভারসাম্যহীনদের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

গোলাম মাওলা রনির প্রতি সরাসরি অভিযোগ প্রেস সচিবের Jul 04, 2025
বাংলাদেশপন্থী কারা, হাসনাত আব্দুল্লার উত্তর Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে ভোটাধিকার নিশ্চিত হবে, রোধ হবে দুর্নীতি : মাসুদ সাঈদী Jul 04, 2025
img
বিএনপিতে কোনো হাইব্রিডদের জায়গা হবে না : আহমেদ আযম খান Jul 04, 2025
img
দিয়োগো জোতার সম্মানে তার ২০ নাম্বার জার্সি তুলে রাখলো লিভারপুল Jul 04, 2025
img
‘আমায় পাকিস্তানি বললেও চলবে’, পুরনো মন্তব্যে ফের বিতর্কে কারিনা Jul 04, 2025
img
বাংলাদেশ-ভারত সিরিজ স্থগিত হলে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি Jul 04, 2025
img
আমাদের বিচ্ছেদ পারসোনাল ইস্যু ছিলো না, ছিল ন্যাশনাল ইভেন্ট: মিথিলা Jul 04, 2025
img
ফিরছে ‘গাল্লি বয়’, তবে এবার নতুন মুখে ও নতুন দৃষ্টিভঙ্গিতে Jul 04, 2025
img
টিকটক তারকা ক্রিস্টোফারকে গুলি করে হত্যা Jul 04, 2025
img
গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাল শতাধিক মানুষ Jul 04, 2025
কঙ্গনার ব্যক্তিগত ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজের ছবিও Jul 04, 2025
img
সোনাক্ষী অভিযোগ: স্বামীর স্নেহেই খানিক মুটিয়ে গেছেন, লোকে বলছেন অন্তঃসত্ত্বা Jul 04, 2025
img
ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি : নাহিদ ইসলাম Jul 04, 2025
img
অক্ষুণ্ণ রইলো সাকিবের বিশ্বরেকর্ড Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কর্তৃত্ব থাকবে না : গোলাম পরওয়ার Jul 04, 2025
img
পুশইন করতে হলে শেখ হাসিনা ও তার দোসরদের পাঠান : নাহিদ Jul 04, 2025
img
‘মেট্রো ইন দিনো’র প্রিমিয়ারে কার্তিকের সঙ্গে দর্শনা! চলছে গুঞ্জন Jul 04, 2025
img
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপির Jul 04, 2025
দুই কিডনি বিকল বাবার শেষ আর্তি: "আমাকে বাঁচান" Jul 04, 2025