রোগাক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দেবে রোবট

বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়নের ফলে চিকিৎসা প্রযুক্তিতে প্রতিনিয়ত ঘটছে নতুন বিপ্লব। এই বিপ্লবে সর্বশেষ সংযোজন হলো সুইস বিজ্ঞানীদের আবিষ্কৃত এক জীবন্ত অতি ক্ষুদ্র রোবট। যা কিনা মানবদেহের রক্তনালী দিয়ে চলাচল করতে পারবে এবং রোগাক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দেবে। সম্প্রতি বিখ্যাত ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, এটি একটি নরম জৈব ডিভাইস, যা দেখতে অণুজীবের মত। এটি তরল পদার্থে কিলবিল করে এবং দ্রুত চলাচল করতে পারে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক সেলম্যান সাকার বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, তাদের আবিষ্কৃত এই নমুনাগুলো দৈর্ঘ্যে প্রায় এক মিলিমিটার। তবে ‘অরিগ্যামি-বেইসড ফোল্ডিং’ পদ্ধতি ব্যবহার করে এর চেয়েও ক্ষুদ্র আকৃতির রোবট তৈরি করা যাবে। এই ক্ষুদ্রাকৃতির রোবট রক্তনালী ও অন্যান্য জটিল তন্ত্রে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এমনকি এটা চলার সময় গতিবেগ, চলাচলের দিক কিংবা ধরণে কোনো পরিবর্তন না করেই কাজ করতে সক্ষম বলে জানান অধ্যাপক সাকার।

প্রতিবেদনে বলা হয়, রোবটগুলোর অঙ্গবিকৃতি কোনো সেন্সর বা নির্দেশক ছাড়াই এমনভাবে ডিজাইন করা যাবে, যা স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী আকৃতি ধারণ করতে পারে। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা নিয়ন্ত্রিত এই ডিভাইসটিকে ছেড়ে দেয়া যাবে, যা দেহের তরল প্রবাহের মাধ্যমে নিজেই সঠিক গন্তব্যের দিকে ছুটে যাবে।

গবেষণা দলের সহ-গবেষক অধ্যাপক ব্রাডলে নেলসন বলেন, প্রকৃতিতে এমন কিছু অণুজীব রয়েছে, যা তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মিল রেখে নিজ আকৃতি পরিবর্তন করতে পারে। এই নীতি অনুসরণ করেই গবেষকরা ক্ষুদ্র আকৃতির রোবটগুলো তৈরি করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এটি একটি সাশ্রয়ী ডিভাইস। এখন এটাকে মানবদেহে ব্যবহারের উপযোগী করে তৈরি করতে গবেষকরা কাজ করে যাচ্ছেন।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024