পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ১৬৫ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর ১৬৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। ফলে সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৯৩।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বলেন, এসএসসিতে খাতা পুনর্মূল্যায়নে ১১ হাজার ৮৭৫ জন ২৩ হাজার ৭৯০টি আবেদন করেছিলেন। এর মধ্যে ১৬৫ জনের খাতায় পরিবর্তন এসেছে। এর মধ্যে ১৪৯ জনের জিপিএ পয়েন্টে পরিবর্তন আসে। জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন ছাড়াও নম্বর বেড়েছে ১৩ জনের। এছাড়া ফেল রয়েছেন ৩ জন।

গত ৩১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। আর জিপিএ- ৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।

 

টাইমস/এইচইউ

Share this news on: