করোনায় খুলনা বিভাগে আক্রান্ত ছাড়াল সাড়ে ১০ হাজার

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ১০ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬৯৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ৮ জনসহ মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন করে ২৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ৮০০ জন।

রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে খুলনা জেলায় ৬০ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গায় ২০ জন, যশোরে ৬৩ জন, ঝিনাইদহ ৩৯, কুষ্টিয়া ২৭ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুর ৫ জন এবং সাতক্ষীরা ৬ জন রয়েছেন।

বিভাগে মোট আক্রান্তদের মধ্যে খুলনার ৪ হাজার ১০ জন, বাগেরহাটে ৫৪১ জন, চুয়াডাঙ্গায় ৫১১, যশোরে ১ হাজার ৬২৯, ঝিনাইদহে ৮০৯, কুষ্টিয়ায় ১ হাজার ৩৮০, মাগুরায় ৩৮৬, মেহেরপুরে ১৫১, নড়াইলে ৬২৫ ও সাতক্ষীরায় ৬৫৩ জন রয়েছেন।

এছাড়া মারা যাওয়াদের মধ্যে খুলনার ৬৪ জন, কুষ্টিয়ার ৩০ জন, যশোরের ২৩ জন, সাতক্ষীরার ২০ জন, ঝিনাইদহের ১৬ জন, নড়াইলের ১১ জন, বাগেরহাটের ১০ জন, চুয়াডাঙ্গার ৯ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুরে ৭ জন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ