পশুর হাটে ক্রেতা কম, সস্তায় বেচাকেনা

ঈদুল আজহার বাকি আর মাত্র তিন দিন। কিন্তু কোরবানির পশুর হাটে গেলে বুঝাই যাচ্ছে না ঈদ আসন্ন। রাজধানীর বড় বড় পশুর হাটে ক্রেতা নেই বললেই চলে। এছাড়া কোরবানির পশু বিক্রির জন্য বিশেষ হাটগুলোতেও ক্রেতার সংখ্যা কম। যা দু-একজন ক্রেতা আসছেন, তারা ভালো দাম দিতে পারছেন না। তাই শেষ সময়ে এসেও জমে উঠেনি কোরবানির পশুর হাট।

রাজধানীর পূর্বাচল, আফতাবনগর, ভাটারা এলাকার পশুর হাটে গিয়ে ক্রেতা সমাগম তেমন চোখে পড়েনি। এসব হাটের বিক্রেতারা বলছেন, গত বছরগুলোর মত এবার ক্রেতা নেই। যা দু-একজন আসছেন, তাদের দেয়া দামে পশু বিক্রি করলে লোকসান।

এদিকে রাজধানীর বাইরে বড় বড় শহর এলাকায়ও এবার কোরবানির পশুর বেচাকেনা একেবারেই কম। সব থেকে বিপাকে পড়েছেন বড় বড় গরুর মালিকরা। বেশি ওজনের গরু এবার বিক্রি হচ্ছে না বললেই চলে। ক্রেতারা এবার দেশি ও সংকর জাতের মাঝারি আকারের গরু বেশি কিনছে। বড় গরু কেনার খরিদ্দার নেই।

এদিকে রাজধানীর আশেপাশে ও দেশের বিভিন্ন জেলায় গড়ে ওঠা গরু-ছাগলের খামারেও দেখা দিয়েছে পশু সংকট। অনেক ক্রেতাই এসব খামারে চাহিদামত পশু পাচ্ছেন না। অন্যান্যবার এসব খামারে যে পরিমাণ পশু লালন-পালন করা হতো, এবছর করোনার প্রাদুর্ভাবের কারণে খামারিরা সেই পরিমাণ পশু পালন করেনি। যে কারণে খামারগুলোতে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে।

রাজধানীর পার্শ্ববর্তী একটি খামারে কোরবানির পশু কিনতে এসে ধানমন্ডির শামসুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ৭ দিন আগে ফোনে যোগাযোগ করেও খামারে এসে গরু পায়নি। গত বছর এই খামারে সাড়ে তিনশো কোরবানির পশু প্রস্তুত করা হয়েছিল। এবার ২২০টি গরু প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু ঈদের বাজার শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেছে।

রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটের চিত্র একই। স্থানীয় ক্রেতারা ছোট ও মাঝারি আকারের পশু কেনায় বড় বড় পশু ঢাকায় চলে আসছে। এছাড়া মফস্বলের বাজারগুলোতেও গতবছরের মত ক্রেতা মিলছে না।

এদিকে মঙ্গলবার রাজধানীর গাবতলী পশুর হাটে অন্যান্যবারের চেয়ে এবার ক্রেতাদের আনোগোনা কম। গাবতলী হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা একেবারেই কম।

কয়েকজন বিক্রেতা জানান, ক্রেতা কম। হাটে অনেক পশু এসেছে। যে কারণে কোরবানির পশু বেশ সস্তায় বিক্রি হচ্ছে। দুর-দুরান্ত থেকে গরু ঢাকায় এনে খরচের দামও উঠছে না।

গাবতলী হাটের সংশ্লিষ্টরা জানান, অন্যান্য বছরের মত ক্রেতা-বিক্রেতাদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। করোনার কারণে হাটে ক্রেতার সংখ্যা এবার কম। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় পশু আসছে। কিন্তু ক্রেতা কম হওয়ায় এবার অনেক সস্তায় বিক্রি হচ্ছে কোরবানির পশু।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে রাস্তায় ব্যবসায়ীরা Jul 12, 2025
img
ভাইয়ের স্বপ্নপূরণে ইতালির বিশ্বকাপ নায়ক জো বার্নস Jul 12, 2025
img
মুক্তির আগেই সিকুয়েলের ভাবনা: প্রভাসের ‘দ্য রাজা সাব’ নিয়ে হইচই Jul 12, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে ঢাবিতে Jul 12, 2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশে ছুটিতে পুতুল Jul 12, 2025
তার কাছে বাড়ি গাড়ি চাইতে আসিনি, তাহলে ওগুলো নিয়ে চলে যেতাম : ইশরাত জাহান রিদিকা Jul 12, 2025
img
প্রথম দিনেই একশ কোটির লক্ষ্য ‘ওয়ার ২’-এর Jul 12, 2025
img
ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার: ত্রাণ উপদেষ্টা Jul 12, 2025
img
ভুল তথ্য প্রচার হচ্ছে, অভিনেত্রী হুমাইরার মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাই Jul 12, 2025
img
নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে: উপ-প্রেস সচিব Jul 12, 2025
img
টলিউডে পুজার নতুন শুরু, সঙ্গী দুলকার Jul 12, 2025
img
মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 12, 2025
img
ধাড়াক ২ ট্রেলারে নজর কাড়লেন সিদ্ধান্ত ও তৃপ্তি Jul 12, 2025
img
'জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি', সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটি নিয়ে প্রেস সচিব Jul 12, 2025
img
২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস Jul 12, 2025
img
‘বাহুবলী ৩’ কি আসবে? দশ বছর পরেও প্রশ্ন অনড় Jul 12, 2025
img
‘সরকার বরাবরের মতোই নীরব’, মিটফোর্ডের ঘটনায় বাঁধন Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় আরও একজনসহ মোট গ্রেফতার ৫ Jul 12, 2025
img
কেবল পর্দার সামনে নয়, ক্যামেরার পেছনেও আসছেন এই অভিনেতারা Jul 12, 2025
তোমরা তো ১৩ মাসের নেতা; মুখ খুললেন সাংবাদিক নেতারা! Jul 12, 2025