বিশ্বের সবচেয়ে মূল্যবান ৮টি পদার্থ

মানুষের প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তু হলো সোনা। কিন্তু বাস্তবতা হলো সোনার চেয়েও মূল্যবান অনেক বস্তু রয়েছে পৃথিবীর বুকে। সত্যি কথা হলো, বিশ্বের সবচেয়ে মূল্যবান ৮টি পদার্থের তালিকায় সোনার কোনো স্থান নেই।

চলুন জেনে নিই, সবচেয়ে মূল্যবান ৮টি পদার্থের দাম

অ্যান্টিম্যাটার: অ্যান্টিম্যাটার হলো সমান ভর কিন্তু বিপরীত আধানযুক্ত মৌলকণা দিয়ে গঠিত বস্তু। এর প্রতি গ্রামের মূল্য ৬২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

ক্যালিফোর্নিয়াম: ক্যালিফোর্নিয়ামের সকল আইসোটোপই তেজস্ক্রিয়। সবচেয়ে স্থিতিশীল আইসোটোপগুলো বার্কেলিয়াম-২৪৯ ও ক্যালিফোর্নিয়াম-২৫০ আইসোটোপসমূহ থেকে প্রস্তুত করা হয়। ক্যালিফোর্নিয়ামের গ্রাম প্রতি মূল্য ২৫ থেকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার।

হীরা: হীরক বা হীরা বা হীরে হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন, যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়। বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। হীরার মূল্য প্রতি গ্রাম ৫৫ হাজার মার্কিন ডলার।

ট্রিটিয়াম: হাইড্রোজেন-৩ আইসোটোপকে সাধারণত ট্রিটিয়াম বলা হয়। এটি একটি রেডিয়ামধর্মী পদার্থ। এর ১ গ্রামের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার।

টাফাইট: টাফাইটও বেশ দামী পাথরগুলোর একটি। এর সাধারণ রং হল লাল অথবা বেগুনী। এর ঔজ্জ্বল্য সাধারণ পাথরের তুলনায় দ্বিগুণ। এই পদার্থের মূল্য প্রতি গ্রাম ২০ হাজার মার্কিন ডলার এবং প্রতি ক্যারেট ৪ হাজার ডলার।

পেইনাইট: মূল্যবান রত্ন পাথরের তালিকায় প্রথমেই আসে পেইনাইটের কথা। ১৯৫০ সালে ব্রিটিশ খনিজবিদ আর্থার সি.ডি. পেইন অসচরাচর বৈশিষ্ট্যের এই খনিজ আবিষ্কার করেন। এর প্রতি গ্রামের দাম ৯ হাজার মার্কিন ডলার।

প্লুটোনিয়াম: প্লুটোনিয়াম একটি তেজস্ক্রিয় রাসায়নিক উপাদান, যার প্রতীক চঁ এবং পারমাণবিক সংখ্যা ৯৪। এটি রুপালি-ধূসর বর্ণের একটি অ্যাক্টিনাইড ধাতু। প্লুটোনিয়ামের দাম গ্রাম প্রতি ৪ হাজার মার্কিন ডলার।

এলএসডি: লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) এক ধরনের সাইকেডেলিক ওষুধ যা মনস্তাত্ত্বিক প্রভাবের জন্য পরিচিত। এই পদার্থের দাম গ্রাম প্রতি ৩ হাজার মার্কিন ডলার।

 

টাইমস/জিএস

Share this news on: