কোরবানির পশু বর্জ্য অপসারণে ডিএনসিসির হটলাইন চালু

এবারের ঈদে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ‘বিশেষ ব্যবস্থা’ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ডিএনসিসি’র নগর ভবনের শীতলক্ষ্যা হলে খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ।

জানা গেছে, কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ০১৭০৯৯০০৭০৫ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন দক্ষিণ সিটির বাসিন্দারা।

উল্লেখ্য, করোনাকালের ঈদে এবার পশু জবাইয়ের জন্য সব মিলিয়ে ৩২৯টি স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরশন। এ সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। যদিও শনিবার সকাল থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ব্যতিত অন্যান্য স্থানেও পশু জবাই দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: