দেহের ইমিউন সিস্টেম উন্নত করে জ্বর

জ্বর হয়েছে? দুশ্চিন্তা করছেন? একটু ধৈর্য ধরুন। জ্বর আপনার স্বাস্থ্যের জন্য সবসময় ক্ষতিকারক নয়। কিছুক্ষণ অপেক্ষা করুণ এবং জ্বর নিরোধক ওষুধ সেবন করুণ। এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারীও হতে পারে।

গবেষণায় দেখা গেছে, যেসব রোগীর ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর হয়, তাদের জ্বর থেকে সেরে ওঠার পরও ছয় ঘণ্টা পর্যন্ত ওষুধ সেবন করা উচিত। কারণ প্যাথোজেন ইনফেকশনের বিরুদ্ধে কাজ করতে জ্বর দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে (ইমিউন সিস্টেম) উন্নত করে।

সম্প্রতি ইমিউনিটি জার্নালে প্রকাশিত চাইনিজ অ্যাকাডেমি অফ সায়ন্সের অধীন সাংহাই ইনস্টিটিউট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড সেল বায়োলোজির একটি গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেহের তাপমাত্রা যখন ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন দেহের রোগ প্রতিরোধক কোষে থাকা প্রোটিন ‘এইচএসপি৯০’ প্রভাবিত হয়।

পরে এটা সেল মেমব্রেনের সঙ্গে যুক্ত হয় এবং প্যাথোজেন থেকে মুক্তি দিতে দেহের আক্রান্ত স্থানে রোগ প্রতিরোধক কোষের চলাচল দ্রুততর করে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on: