ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রাবেয়া খাতুন। তিনি জেলার আলাইপুর গ্রামের মৃত ছলেমান মোল্লা স্ত্রী।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া খাতুন মৃত্যু বরণ করেন। এর আগে গত মাসে তার দুই ছেলে মো. সাফাউল করিম ও মো. বাবলুল করিমও করোনা আক্রান্ত হয়ে মারা যান।
জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাবেয়া খাতুনের নমুনায় করোনা ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে স্থানীয় কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের অন্যান্য সদস্যরাও করোনা আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো আব্দুল হামিদ খান জানান, বিকেলে বৃদ্ধা রাবেয়া খাতুনের লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
টাইমস/ফাতেমা/এইচইউ