হৃদপিণ্ড যখন দেহের চাহিদা পূরণের জন্য শরীরের চারপাশে পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয় তখন সেই অবস্থাকে হার্ট ফেইলিওর বা কনজেসটিভ হার্ট ফেইলিওর বলা হয়ে থাকে। একে আমরা বাংলায় বলে থাকি হৃদযন্ত্রের ব্যর্থতা।
এটি একটি দীর্ঘস্থায়ী পরিস্থিতি, যা একেবারে নিরাময় যোগ্য নয়। তবে এর এমন অনেক চিকিৎসা রয়েছে যা রোগীকে আরও দীর্ঘ এবং সক্রিয় জীবনযাপন করতে সহায়তা করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হার্ট, লাং এণ্ড ব্লাড ইন্সটিটিউটের হিসাব অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫৭ লক্ষ হার্ট ফেইলিওরের রোগী রয়েছেন।
একটি নতুন গবেষণায় দেখা গেছে যে, এই অবস্থা থেকে মারা যাওয়ার ঝুঁকি সারা দেশে সকল শ্রেণীর মানুষের মধ্যে সমান নয়। এই রোগটিতে সাধারণত গরীব, সামাজিকভাবে বঞ্চিত অঞ্চলে মৃত্যুর হার অন্য অঞ্চলের তুলনায় বেশি।
গবেষণায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হসপিটালস ক্লিভল্যান্ড মেডিকেল সেন্টার, ওএইচ এর গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০৪৮টি কাউন্টি জুড়ে হার্ট ফেইলিওরের কারণে মৃত ১২,৫৪,৯৯১টি মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করেছেন। তারা এক্ষেত্রে সামাজিক বঞ্চনার দুটি স্ট্যান্ডার্ড সূচক ব্যবহার করেছেন: এরিয়া ডিপ্রেশন ইনডেক্স (এডিআই), যা কর্মসংস্থান, দারিদ্র্য, এবং শিক্ষাসহ একাধিক মানদণ্ড গ্রহণ করে এবং সামাজিক অবক্ষয় সূচক (এসডিআই), যা আয় এবং আবাসন ভিত্তিক।
বয়স সামঞ্জস্য করার পরে, তারা দেখতে পান যে কাউন্টি প্রতি হার্ট ফেইলিওর থেকে গড় মৃত্যুর হার ছিল প্রতি ১,০০,০০০ জন জনসংখ্যার বিপরীতে ২৫.৫টি মৃত্যু। আর্থ-সামাজিক বঞ্চনার উচ্চ হার রয়েছে যেসব কাউন্টিগুলোতে, সেখানে হার্ট ফেইলিওর মৃত্যুর হার বেশি ছিল। তবে লিঙ্গ, বর্ণ, জাতি বা নগরায়নের মাত্রা নির্বিশেষে এই পার্থক্যটি লক্ষণীয়।
গবেষণাপত্রটির প্রধান লেখক গ্রাহাম ব্রেভেন এ বিষয়ে বলেন, “এই মৃত্যু হারের পার্থক্য গত দুই দশক ধরে বিদ্যমান। তবে বিশেষ কোন অঞ্চলে বসবাসের সাথে হার্ট ফেইলিওরের কারণে মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায় না। এটি আর্থ সামাজিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত।”
ব্রেভেন এবং তার সহকর্মীরা বলেছেন যে, দরিদ্র কাউন্টিতে হৃদযন্ত্রের ব্যর্থতায় মারা যাওয়ার ঝুঁকি বৃদ্ধির জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে নিম্নমানের স্বাস্থ্যসেবা, নিম্নমানের পরিষেবা এবং দুর্বল স্বাস্থ্য শিক্ষা। তারা আরও লক্ষ্য করেছেন যে, হৃদযন্ত্রের ব্যর্থতার চিকিৎসার সফলতা অনেকটাই নির্ভর করে জটিল এবং ব্যয়বহুল ওষুধ গ্রহণ ও নিয়ম মেনে চলার উপর।
নতুন এই গবেষণাটির ফলে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ব্যর্থতার জন্য প্রচলিত কারণ যেমন- স্থূলত্ব, উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা প্রভৃতির পাশাপাশি আর্থ সামাজিক অবস্থাও একটি গুরুতর কারণ।
তবে এই গবেষণাটির বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষত এতে শুধুমাত্র মার্কিন নাগরিকদের উপর সমীক্ষা চালানো হয়। তাই বিশ্বজনীন প্রেক্ষাপটে দারিদ্র্যতার সাথে হৃদযন্ত্রের ব্যর্থতার সম্পর্ক নির্ণয়ে আরও বৃহত্তর পরিসরে গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে।
তথ্যসূত্র: মেডিকেল নিউজ টুডে
টাইমস/এনজে