আশাবাদী নারীদের ডায়াবেটিসের ঝুঁকি কম

আশাবাদী মনোভাব নারীদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি কমায়।

উইমেনস হেলথ’স ইনিশিয়েটিভ শীর্ষক এক দীর্ঘ গবেষণায় দেখা গেছে, মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ডায়াবেটিসের মধ্যে সম্পর্ক রয়েছে, যা বিভিন্ন ধরণের আচরণগত বৈশিষ্ট্য যেমন- খাদ্যাভাস, ধূমপান, শারীরিক কর্মকাণ্ড ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়।

সম্প্রতি ‘মেনোপোজ’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

গবেষণায় ১লাখ ৩৯ হাজার ৯২৪ জন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা প্রাথমিকভাবে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন না। দেখা যায়, ১৪ বছরের মাথায় ১৯ হাজার ২৪০ জন নারী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন।

প্রতিবেদনে বলা হয়, আশাবাদী নারীদের সঙ্গে হতাশাবাদী নারীদের তুলনা করা হয়েছে। যেখানে দেখা গেছে, আশাবাদী নারীদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি হতাশাবাদী নারীদের থেকে ১২ শতাংশ কম। এমনকি ব্যক্তিগত এই মনোভাবের কারণে মেদবহুল নারীদের থেকে অতিরিক্ত মেদহীন নারীদের ক্ষেত্রেও ডায়াবেটিসের ঝুঁকি বেশি হবার সম্ভাবনা রয়েছে।

নর্থ আমেরিকান মেনোপোজ সোসাইটির নির্বাহী পরিচালক জোয়ান পিনকার্টন বলেন, মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য জীবনব্যাপী চলমান থাকে; সুতরাং যেসব নারীদের আশাবাদী মানসিকতা কম, উচ্চ নেতিবাচক মনোভাব ও শত্রুতা থাকে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার উচ্চঝুঁকি রয়েছে।

এজন্য তিনি প্রতিটি ব্যক্তির জন্য পৃথক শিক্ষা ও চিকিৎসা কৌশল প্রয়োগ করার পরামর্শ দেন।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on: