ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং পরীক্ষামূলক বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক স্যার ফ্রান্সিস বেকন। তিনি ১৫৬১ সালের ২২ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন।
ফ্রান্সিস বেকনকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। তিনি ১৬০৩ সালে নাইটহুড লাভ করেন। তিনি ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল ও লর্ড চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।
তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল- এসেস, দ্য অ্যাডভান্সমেন্ট অব লার্নিং ডিভাইন অ্যান্ড হিউম্যান, নাভাম অর্গানাম সায়েন্টিয়ারম।
১৬২৬ সালের ৯ এপ্রিল তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনের বাইরে হেইগেট এলাকার অরুনডেল ম্যানশনে মৃত্যুবরণ করেন।
তার বিখ্যাত একটি উক্তি-
“অন্যকে কোনো ব্যাপারে শাসন করার আগে, নিজের সেই ব্যাপারে অভিজ্ঞ হতে হবে।”