ভিটামিন ‘ডি’ স্বল্পতার সঙ্গে কোভিড-১৯ এর গভীর সম্পর্কের সন্ধান

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ‘জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছিল কোভিড-১৯ এবং ভিটামিন ডি স্বল্পতার মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। এবার নতুন এক গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত ৮০ শতাংশের বেশি রোগী ভিটামিন ‘ডি’ স্বল্পতায় ভুগছিলেন।

নতুন এই গবেষণাপত্রটি অক্সফোর্ডের ‘জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড্রোকাইনোলোজি এন্ড মেটাবলিজম’ এ প্রকাশিত হয়েছে। এই গবেষণায় স্পেনের একটি হাসপাতালের ২১৬ জন রোগীর ওপর সমীক্ষা চালানো হয়।

গবেষণায় এসব রোগীদের মধ্যে ৮২.২ শতাংশ রোগীর রক্তে ভিটামিন ‘ডি’ স্বল্পতা এবং এদের রক্তে প্রদাহের চিহ্ন হিসেবে ফেরিটিন ও ডি-ডিমারের উপস্থিতিও শানাক্ত করা হয়েছে। ভিটামিন ‘ডি’ স্বল্পতায় ভোগা এসব রোগী কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রেও তুলনামূলক ভাবে দুর্বল ছিলেন। এছাড়াও জানা গেছে মহিলাদের থেকে পুরুষ রোগীদের মধ্যে ভিটামিন ‘ডি’ স্বল্পতার হার বেশি।

স্পেনের ইউনিভার্সিটি অব ক্যান্টাব্রিয়ার গবেষক এবং গবেষণাপত্রটির সহ-লেখক জোসে এল. ফার্নান্দেজ বলেন, ‘কোভিড-১৯ এর কারণে যাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাদের ভিটামিন ‘ডি’ স্বল্পতা রয়েছে কিনা তা নিশ্চিত করে সেটি সমাধান করার পদক্ষেপ নেয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘যেসকল কোভিড-১৯ আক্রান্ত রোগী ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন তাদেরকে সেটি চিকিৎসার পরামর্শ দেয়া উচিত। এটি কার্যকর ভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে।’

এছাড়াও বিভিন্ন গবেষণায় ভিটামিন ডি স্বল্পতা ও কোভিড-১৯ এর সাথে সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। বোস্টন ইউনিভার্সিটির বোন এন্ড হেলথ কেয়ার ক্লিনিকের পরিচালক ড. মিশেল এফ. হোলিক পরিচালিত এক গবেষণাতেও একই ধরণের তথ্য উঠে এসেছে। ১,৯১,০০০ কোভিড-১৯ আক্রান্ত রোগীর ওপর পরিচালিত এক সমীক্ষার পর তিনি বলেছেন, ভিটামিন ‘ডি’ স্বল্পতা রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৪.৫ শতাংশ বৃদ্ধি করে। ‘প্লোস ওয়ান’ জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল।

সাধারণত সূর্যের আলো থেকে আমাদের দেহ প্রাকৃতিক উপায়েই ভিটামিন ‘ডি’ গ্রহণ করে থাকে। কলিজা, মাংশ, ডিম, চর্বিযুক্ত মাছ প্রভৃতি খাবারে এই ভিটামিনটি পাওয়া যেতে পারে। এছাড়াও বাজারে ভিটামিন-ডি এর বিভিন্ন সাপ্লিমেন্ট ওষুধ আকারে পাওয়া যায়। তথ্যসূত্র: হেলথলাইন.কম

 

টাইমস/এনজে/এসএন

Share this news on: